মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
উৎসবের মরশুমকে কাজে লাগিয়ে বিজ্ঞাপনের মাধ্যমে নানারকম সামাজিক বার্তা দিচ্ছে বিভিন্ন সংস্থা। এবার তেমনই একটি বিজ্ঞাপন ঘিরে শোরগোল পরে গেল সোশ্যাল মিডিয়ায়। আজ, রবিবার ছিল ‘করবা চৌথ’। এই অনুষ্ঠান উপলক্ষ্যেই সম্প্রতি ডাবর তাদের ‘ফেম ক্রিম গোল্ড ব্লিচ’-এর একটি বিজ্ঞাপন সম্প্রচার করা শুরু করে। সেই বিজ্ঞাপনে দেখা গিয়েছে যে, দু’জন তরুণী তাঁদের প্রথম করবা চৌথের জন্য তৈরি হচ্ছে। এই উৎসবের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলেন আর দুই তরুণীর একজন অন্যজনের মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছিলেন। এমন সময় আরও একজন মহিলা এসে তাঁদের দু’জনকেই উৎসবে নতুন শাড়ি উপহার দেন।
এরপর বিজ্ঞাপনের একেবারে শেষে দেখা গিয়েছে, ওই দুই তরুণী নতুন শাড়ী পড়ে ‘করবা চৌথ’ পালন করছে। এর থেকে বোঝা যাচ্ছে যে, আসলে ওই দুই তরুণী সমকামী। আর দু’জনেই দু’জনের জন্য ‘করবা চৌথ’ পালন করছে। সমাজের এক অন্য ছবি তুলে ধরা হয়েছে এই বিজ্ঞাপনে। স্বাভাবিক ভাবেই বিজ্ঞাপনটি সম্প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওর নীচে থাকা কমেন্ট বক্সে অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ডাবরকে। আবার সেখানে নিন্দাতেও সরব হয়েছেন অনেকে। এক নেটিজেনের মন্তব্য, “এভাবে পশ্চিমি সংস্কৃতির আমদানি করে হিন্দুত্বকে কেন অপমান করছেন? এটা আমাদের সংস্কৃতির পরিপন্থী।” যাঁরা এমন অন্য ধরনের ভিডিও দেখে ডাবরের প্রশংসা করেছেন তাঁরা আবার নিন্দাও করেছেন এই বিজ্ঞাপন দেখে।
আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি পোস্ট করে জন্মদিনে স্কুল জীবনের বান্ধবীকে শুভেচ্ছা মিমির
নেটিজেনদের একাংশের মতে, বিজ্ঞাপনে একদিকে যখন সমকামিতার মতো বিষয়কে তুলে আনা হয়েছে। অন্যদিকে, তেমন ক্রিম মেখে ফরসা হয়ে ওঠার কথাও বলা হয়েছে। একটি বিজ্ঞাপনে এই ধরনের বর্ণ বৈষম্য দেখানোর কোনো অর্থ নেই। ডাবরের এই নতুন বিজ্ঞাপন ঘিরে এমনই বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সংস্থার পক্ষ থেকে যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584