লকডাউনে বিশেষ বিমানে বিজেপি সংসদের স্ত্রীর কলকাতা ফেরার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক

0
1531

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

লকডাউনে যখন সারা দেশ পরিযায়ী শ্রমিকদের দুর্দশায় আলোড়িত। মাইলের পর মাইল পথ হেঁটে মৃত্যুও ঘটছে শ্রমিকদের। বাড়িতে গর্ভবতী স্ত্রী ও অসুস্থ বয়স্ক মানুষদের ফেলে রেখে সুদূর কোন রাজ্যে ছটফট করছে আমজনতা, ঠিক সেই অবস্থায় দাঁড়িয়ে বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মন্ডল খাঁ-এর একটি ফেসবুক পোস্ট ঘিরে আলোড়ন দেখা দেয়। সেই ফেসবুক পোস্টে দেখা  যাচ্ছে মুখে মাস্ক পরে সুজাতা দেবী ‘ফিলিং লাভলি’ স্টেটাসে কিছু ছবি পোস্ট করেছেন। এই পোস্টে ঘোষণা করা হচ্ছে যে ঘরে ফেরার মজাই আলাদা। সিটি অফ জয় অর্থাৎ কলকাতায় ফিরে উচ্ছ্বসিত তিনি।

বিতর্কিত সেই পোস্টের স্ক্রিনশট

সোস্যাল মিডিয়ায় এই পোস্ট ঘিরে যখন তোলপাড় হচ্ছে, নিউজফ্রন্ট দফতর থেকে ঘটনার সত্যতা যাচাই করতে সৌমিত্র খাঁকে ফোন করা হয়। বিস্ময়কর ভাবে সেই ফোন সংযোগ বিচ্ছিন্ন হয়। বাঁকুড়ার সাংসদের সাথে তারপর আর যোগাযোগ করা যায় নি।

নিউজফ্রন্টের পক্ষ থেকে ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে অসমর্থিত সূত্রে পাওয়া খবরে জানা যায় যে, সুজাতা দেবী বিশেষ বিমানে দিল্লি থেকে কলকাতা ফিরেছেন।

ছবি -ফেসবুক

এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে যে, সরকারের কোন পদে না থেকেও শুধু মাত্র একজন সাংসদের স্ত্রী বিজেপি নেত্রী বলেই কি বিশেষ বিমানে দিল্লি থেকে কলকাতায় আসার ছাড়পত্র পেলেন সুজাতা দেবী?

আরও পড়ুন:রাজ্যে করোনা মৃত্যু ঘোষণার পদ্ধতি জানতে চেয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের চিঠি

সারাদেশে যখন মানুষ লকডাউনে, অনাহার দারিদ্ররতায় না খেতে পাওয়ার যন্ত্রণা এমনকি মৃত্যু পর্যন্ত বরণ করছে তখন কিভাবে একজন বিজেপি নেত্রী ঘরে ফিরে ‘ফিলিং লাভলি’ স্টেটাস দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করতে পারেন? যেখানে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে যে যেখানে আছে তাকে সেখানেই থাকার ঘোষণা করেছেন।

বিতর্কিত সেই ফেসবুক পোস্ট

সুজাতা দেবীর এই পোস্ট ঘিরে উঠছে অনেক প্রশ্ন কিন্তু উত্তর পায়নি আমরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here