উদ্ধব ঠাকরের মন্তব্যে ঔরঙ্গাবাদের নাম বদলের জল্পনা, শুরু বিতর্ক

0
88

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ঔরঙ্গাবাদের নাম বদলের ইঙ্গিত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর। ঔরঙ্গাবাদে দাঁড়িয়ে উদ্ধব ঠাকরে দাবি করেন, ‘ঔরঙ্গজেব ধর্মনিরপেক্ষ নন।’ ইতিমধ্যেই নিজের টুইটারে ঔরঙ্গাবাদকে সম্ভাজিনগর বলে সম্বোধন করেছেন শিবসেনা প্রধান।

uddhav | newsfront.co
উদ্ধব ঠাকরে। ফাইল চিত্র

তাহলে কি এবার শহরের নাম বদলের পথে মাহারাষ্ট্রের জোট সরকারের? ঔরঙ্গাবাদের নাম পরিবর্তনের ইঙ্গিত মিলতেই শুরু হয়েছে হইচই। যদিও উদ্ধব ঠাকরের সঙ্গে ভিন্ন মত পোষণ করেছে রাজ্য সরকারের শরিক কংগ্রেস।চলতি বছরই ঔরঙ্গাবাদে স্থানীয় নির্বাচন রয়েছে। তার আগে সেখানে গিয়ে মরাঠা আবেগকে উস্কে দিতে চেয়েছেন শিবসেনা প্রধান।

আরও পড়ুন: মোদী নেতৃত্বে নেতাজী জন্মজয়ন্তী কমিটি ঘিরে কৌশলী চাল কেন্দ্রের

ঔরঙ্গাবাদে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ঔরঙ্গজেব মোটেই ধর্মনিরপেক্ষ ছিলেন না। রাজ্যের জোট সরকারের অন্যতম অগ্রাধিকার ধর্মনিরপেক্ষতা। কিন্তু মুঘল সম্রাট ঔরঙ্গজেব সেই ধারণার সঙ্গে খাপ খান না।’গত কয়েকদিন ধরেই নিজের টুইটারে ঔরঙ্গাবাদকে ছত্রপতি শিবাজীর পুত্র সম্ভাজির নামে সম্বোধন করছেন উদ্ধব ঠাকরে।

যা কোনও মতেই খারাপ নয় বলে দাবি তাঁর। টুইটারে তিনি লিখেছেন, ‘আমি কি নতুন কিছু বলছি। গত কয়েক দশক ধরে শিবসেনা সুপ্রিমো বালা সাহেব ঠাকরে যা বলতেন আমি সেটাই বলেছি।’নাম বদল ইস্যুতে অবশ্য মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে সতর্ক করেছে জোট শরিক কংগ্রেস। রাজ্য মন্ত্রিসভার সদস্য তথা মহারাষ্ট্রে কংগ্রেস নেতা অশোক চহ্বণ বলেছেন, ‘তিনটি দল মিলে সরকার চালাচ্ছে।

আরও পড়ুন: গোটা দেশে বার্ড ফ্লুর আতঙ্ক, ডিম-মাংস খাওয়ায় বিশেষ নির্দেশিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ঔরঙ্গাবাদের নাম বদলের বিষয়টি সরাকারের কাছে অগ্রাধিকার নয়। এ বিষয়ে তিন দলের সমন্বয় কমিটিতে আলোচনা হতে পারে।’ একই সঙ্গে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর জোট ধর্ম পালন করার বাণীকেও এদিন মনে করিয়ে দিয়েছেন চহ্বণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here