কবির হোসেন, মুর্শিদাবাদঃ
শনিবার সালার হামিহাটি পিলখুন্দির মাঠে অনুষ্ঠিত হল মুজাফফর আহমেদ মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এদিন সকাল নটার সময় অনুষ্ঠানের উদ্বোধন করেন মুর্শিদাবাদ বহরমপুর জেলা যুব তৃণমূল সভাপতি আনারুল ইসলাম ও মুজাফফর আহমেদ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জিন্নাত উল্লাহ শেখ।
এই বার্ষিক প্রতিযোগিতায় ছেলেদের আটটি বিভাগ ও মেয়েদের ছয়টি বিভাগ নিয়ে মোট ১০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সকল সফল প্রতিযোগিতাদের খেলার শেষে পুরস্কৃত করা হয়।
গত দুই বছর যাবত করোনা বিধির জন্য মুজাফফর আহমেদ মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ ছিল। এই বছর প্রতিযোগীতা হওয়ায় প্রতিযোগী, কলেজ কর্তৃপক্ষ ও ছাত্র সংসদ সকলেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন যাতে এই প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়।
আরও পড়ুনঃ রাজ্যের স্কুলের পোশাকে আর দেখা যাবে না ‘লাল নীল সবুজের মেলা’, সব ইউনিফর্ম হবে নীল-সাদা
কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ নাসিম বলেন, আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য সহকর্মী ও ছাত্র সংসদ এবং কলেজের সমস্ত ছাত্র-ছাত্রীকে অভিবাদন। এছাড়া মুর্শিদাবাদ বহরমপুর যুব তৃণমূল সভাপতি আনারুল ইসলাম উদ্বোধনী বক্তৃতায় প্রতিযোগিদের শুভেচ্ছা ও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে সুস্থ সমাজ গড়ে তুলতে যুব সমাজকে খেলাধুলায় বেশি করে অংশগ্রহণ কথা বলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584