পুরুষ বন্ধু জুতোর সমান! বিজ্ঞাপন বিতর্কে জড়িয়ে ক্ষমা চাইল সংস্থা

0
126

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

ads | newsfront.co
বিতর্কিত বিজ্ঞাপনের স্ক্রিনশট

নারী যেমন পণ্যসামগ্রী নয়, ঠিক তেমনই পুরুষদেরও বিজ্ঞাপনের স্বার্থে অপমান করা গ্রহণযোগ্য নয়। সম্প্রতি একটি নামী জুতো কোম্পানির বিরুদ্ধে পুরুষদের প্রতি অবমাননাকর বিজ্ঞাপনের অভিযোগ দায়ের হল অ্যাডভার্টাইসমেন্ট কাউন্সিল অব ইন্ডিয়ার কাছে। ওই সর্বোচ্চ নিয়ামক সংস্থার আপত্তিতে বিজ্ঞাপনটি তুলে নিয়ে ক্ষমা চাইতে বাধ্য হল ওই নামী চামড়াজাত জুতো ও দ্রব্য তৈরির সংস্থা।

কিন্তু কি এমন ছিল ওই বিজ্ঞাপনে? ওই বিজ্ঞাপনে দেখা গিয়েছে, তিন বান্ধবীর কথোপকথন চলছে। যেখানে ফি বছর জুতো পাল্টানোর মতই বয়ফ্রেন্ড পাল্টানোর কথা আলোচনা করছে। এদের মধ্যে একজন সেখানে উপস্থিত ঘরের কাজে কর্মরত পুরুষ বন্ধুকে ওই নামী ব্র্যান্ডের জুতোর সঙ্গে তুলনা করছে। সে বলতে চাইছে, ওই ব্র্যান্ডের জুতোর মতই তার বয়ফ্রেন্ডও টেঁকসই ও হ্যান্ডসাম।

আরও পড়ুনঃ জটেশ্বরে গাড়ি সহ সেগুন কাঠ বাজেয়াপ্ত করল পুলিশ, ধৃত ১

সব মিলিয়ে পুজো উপলক্ষ্যে ওই সংস্থাটির বিজ্ঞাপনে পুরুষবন্ধুদের জুতোর সঙ্গে তুলনা করা হয়েছে। এই বিজ্ঞাপন চোখে পড়তেই অনেকের মধ্যেই প্রবল ক্ষোভ তৈরি হয়। অ্যাডভারটাইসমেন্ট কাউন্সিল অব ইন্ডিয়ার কাছে অভিযোগ দায়ের করে অল বেঙ্গল মেনস ফোরাম। শুরু হয় সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক ক্ষোভ-বিক্ষোভ।

ক্ষোভের আঁচ পেয়ে প্রথমে দুঃখপ্রকাশ করে বিজ্ঞাপনদাতা সংস্থাটি। পরে অ্যাডভারটাইসমেন্ট কাউন্সিল অব ইন্ডিয়ার নির্দেশে বিজ্ঞাপনটি তারা সব প্ল্যাটফর্ম থেকেই তুলে নেয়।

আরও পড়ুনঃ কোচবিহার জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ নারী সুরক্ষা সংঘের

অল বেঙ্গল মেনস ফোরামের তরফে নন্দিনী ভট্টাচার্য বলেন, ‘আমরা পুরুষ অধিকার কর্মীরা শুধু এটুকুই জানতে চাই আজ মেয়েদের নিয়ে এরকম একটি বিজ্ঞাপন বানানোর সাহস কারও হবে? তাহলে পুরুষকে নিয়ে বানানোর সাহস এল কোথা থেকে? নারীস্বাধীনতা লড়াইয়ে পুরুষ কি এতটাই অবজ্ঞার যোগ্য?’ সমাজকর্মী শাশ্বতী ঘোষও বলেন, ‘পুরুষ-মহিলা যে কারও পক্ষেই এমন তুলনা অবমাননাকর। মানুষের সঙ্গে জুতোর তুলনা করাটাই অত্যন্ত অন্যায়। এই ধরনের বিজ্ঞাপনের তীব্র নিন্দা করছি।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here