মনিরুল হক,কোচবিহারঃ
আনুষ্ঠানিক ঘোষণা না হলেও প্রার্থীর নাম সামনে আসতেই কোচবিহারে বিজেপির অন্দরে বিদ্রোহের ইঙ্গিত মিলছে।কোচবিহারের এবিএন শীল কলেজের সামনে এক পোস্টারকেকে ঘিরে জল্পনা ছড়িয়ে পড়েছে।বৃহস্পতিবার সকালে কলেজের গেটের সামনে সাঁটানো ওই পোস্টারে লেখা আছে, ‘‘বিজেপির নামে দিনহাটার স্মাগলারকে একটিও ভোট নয়।হয় ভালো প্রার্থী,নয় নোটা।ফ্লেক্সটি যে খুলবে তার ১০০ জন বাবা।’’ ইতিমধ্যে খবর পাওয়া গিয়েছে,কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হচ্ছেন সদ্য তৃনমূল যুব কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা নিশীথ প্রামাণিক।এরপরেই এমন পোস্টারে তাঁকেই ইঙ্গিত করা হচ্ছে কিনা,তা নিয়ে জোর আলোচনা চলছে কোচবিহারে।এদিকে এ প্রসঙ্গে ভারতীয় জনতা পার্টির কোচবিহার জেলা সভানেত্রী মালতী রাভা বলেন,বিজেপির প্রার্থী পদ এখনও চূড়ান্ত নয়। দোল কারোর নামো ঘোষণা করেনি। তাই কোচবিহারে কে প্রার্থী হচ্ছে এনিয়ে এখুনি কিছু বলা যাবে না।তবে এই পোস্টার নিয়ে তার কিছু জানা নেই বলে মন্তব্য করেন তিনি।
অন্যদিকে কোচবিহার জেলা তৃনমুলের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ এপ্রসঙ্গে বলেন, বিজেপি প্রার্থী হিসেবে যার নাম শোনা যাচ্ছে তাকে ঘিরে প্রকৃত বিজেপি কর্মীদের ক্ষোভ থাকা স্বাভাবিক।এটা ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মনে হয়।এই ক্ষুব্ধ বিজেপি কর্মীদের তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে দাঁড়িয়ে তৃনমুলের প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীকে ভোট দেওয়া আহ্বান জানান।তিনি বলেন, পরেশবাবু অভিজ্ঞ রাজনীতিক তিনি রাজ্যের প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী।
আরও পড়ুনঃ বিজেপিতে যোগ দিলেন বহিষ্কৃত যুব নেতা নিশীথ প্রামানিক
সংসদীয় রাজনীতিতে তার অভিজ্ঞতা রয়েছে।তাই যোগ্য প্রার্থীকেই ভোট দিক বিজেপি কর্মীরা।এক্ষেত্রে পরেশ বাবুই যোগ্যতম প্রার্থী বলে তার দাবি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584