মনিরুল হক, কোচবিহারঃ
উপনির্বাচনের ফল প্রকাশের পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ল কোচবিহারে। বিজেপি-তৃণমূল উভয় পক্ষের তিন কর্মী সরকারী হাসপাতালে চিকিৎসাধীন। রাজ্যের তিনটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয়ের পরে কোচবিহারে ব্যাপক সন্ত্রাস হচ্ছে বলে বিজেপির অভিযোগ। জেলার জিরানপুর পানিশালা প্রভৃতি এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছে বলে অভিযোগ।
ভারতীয় জনতা পার্টির কোচবিহার জেলা সভা নেত্রী মালতী রাভা বলেন, গণতন্ত্রকে হত্যা করে তৃণমূল তিনটি উপনির্বাচনে জয়ী হয়েছে তার পরেই তাঁরা রাজ্য জুড়ে সন্ত্রাস শুরু করেছে। কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে বাইক বাহিনীর তাণ্ডব শুরু হয়েছে। ইতিমধ্যে দলের দুই কর্মী আক্রান্ত হয়ে কোচবিহার মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে চিকিৎসাধীন। সর্বত্রই সবুজ আবির মেখে বাইক নিয়ে তাণ্ডব চালানোর চেষ্টা করছে তাঁরা। রাতে বিজেপি কর্মীদের উপর হামলার আশঙ্কা করছেন তিনি।
এদিকে তৃণমূল কর্মীদের আক্রমণে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন নিবাস দাস নামে এক বিজেপি কর্মী বলে দাবি করেন বিজেপির স্থানীয় নেতৃত্বে। আহত অবস্থায় তাকে কোচবিহার এমজেএন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিবাস বাবু বলেন, আমি এক সময় তৃণমূল সমর্থক ছিলাম কিন্তু বর্তমানে বিজেপির সমর্থক। স্থানীয় নেতারা তৃণমূলে আসার জন্য চাপ সৃষ্টি করছে তাতে আমি রাজি না হওয়াতে আমার উপর এই হামলা হয়েছে বলে অনুমান।
অন্যদিকে কোচবিহার মোয়ামারি এলাকায় তৃণমূলের সুকুমার রায় নামে এক সক্রিয় কর্মীর মাথায় আঘাত করার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের উপর। এইদিন বিকেলে হঠাৎ করেই ওই তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালায় বিজেপি কর্মীরা বলে অভিযোগ করেন সুকুমার বাবু। তিনি এখন গুরুতর অবস্থায় কোচবিহার এমজেএন হাসপাতালে ভর্তি রয়েছেন। সুকুমার বাবুর দাবি তার স্ত্রী এবং পুত্রকেও আক্রমণ করা হয়। এই অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় বিজেপি নেতা অভিরাম প্রামানিক বলেন, আমাদের কর্মীদের উপর যে আক্রমণ হয়েছে এইদিন, এ ঘটনা তারই প্রতিফলন।
এবিষয়ে কোচবিহার জেলা তৃনমূলের কার্যকারী সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, রাজ্যের তিনটি উপনির্বাচনে বিজেপি ধরাশায়ী হয়ে যাওয়া। বিজেপির কোচবিহার জেলায় তাদের পায়ের তলার মাটি সড়ে গেছে। তাই তারা এলাকায় এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। তাই আজ বিকেলে কোচবিহারের মোয়ামাড়ি এলাকায় বিজেপি কর্মীরা আমাদের দলীয় পঞ্চায়েত সদস্য ও এক কর্মীর উপর হামলা চালায়। ওই ঘটনায় আহত দুইজন তৃণমূল কর্মী বর্তমানে চিকিৎসাধীন রয়েছে কোচবিহার সরকারি হাসপাতালে। আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছে। প্রশাসন ঘটনার তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করুক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584