নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
ফের উত্তপ্ত হল কোচবিহার ১ নং ব্লকের দেওয়ানহাট এলাকা।বুধবার ভরদুপুরে বিজেপি তৃনমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।এই ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়।ঘটনাস্থলে একটি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে জানা গেছে।
এদিন তৃনমূলের একটি জনসংযোগ কর্মসূচি নেওয়া হয়েছিল দেওয়ানহাট এলাকায়, বিকেলের এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই উত্তপ্ত ছিল দেওয়ানহাট এলাকা। অভিযোগ এদিন দেওয়ানহাট বাজার এলাকার দুই তৃনমূল কর্মীর দোকান ভাঙচুর করে বিজেপি কর্মীরা।
এরপরই তৃনমূল কর্মী সমর্থকেরা সেখানে এক জোট হলে,তাদের উপরেও আক্রমণ করা হয় বলে অভিযোগ।এরপরই শুরু হয় আক্রমণ ও পাল্টা আক্রমণ। তৃনমূল কর্মীরা স্থানীয় বিজেপি নেতা শুভাশিস চৌধুরীর বাড়ি ও পাশের দলীয় কার্যালয়েও ব্যাপক আক্রমণ করে বলে অভিযোগ।
ঘটনায় দুই বিজেপি কর্মী গুরুতর আহত হয়। এদের মধ্যে একজনকে পুলিশ উদ্ধার করে কোচবিহার এম জে এন হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য।
সুভাষ চন্দ্র দে নামে ওই বিজেপি কর্মী বর্তমানে আহত অবস্থায় ওই সরকারী হাসপাতালে ভর্তি রয়েছেন। বিজেপি কোচবিহার জেলা নেতা শুভাশিস চৌধুরী জানান, অতর্কিতে তৃনমূল কর্মীরা বোমা, গুলি ,বন্দুক নিয়ে তার বাড়িতে হামলা চালায়।
আরও পড়ুনঃ বিবাদের জেরে প্রতিবেশীর মেয়েকে খুন,উত্তপ্ত এলাকা
একই সাথে দলীয় কার্যালয়ে আক্রমণ করে তারা। সেখানে থাকা কর্মীরা আক্রান্ত হয়েছে ওদের তাণ্ডবে দলীয় কার্যালয় তছনছ হয় ভেঙ্গে ফেলা হয় চেয়ার, টেবিল, আলমারি। ছিড়ে ফেলা হয় দলীয় পতাকা সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র। এখানেই আক্রমণ থেমে থাকেনি, ভাঙচুর করা অফিসের বাইরে থাকা কর্মীদের তিনটি বাইকও।
তৃনমূলের দুষ্কৃতীরা তার বাবা ও মাকে মাথায় পিস্তল ঠেকিয়ে তার উপর আক্রমণ চালায় বলে শুভাসিশ বাবুর অভিযোগ। হাসপাতালের চিকিৎসাধীন আহত বিজেপি কর্মী বলেন, তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাওয়ায় তারা দেওয়ানহাটের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করেছে।
এদিকে এই ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়ায় দেওয়ানহাট এলাকায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।এলাকা শান্ত রাখতে বসানো হয়েছে পুলিশ পিকেট।
যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগকে সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে দলীয় নেতৃত্ব। তৃণমূলের স্থানীয় নেতা রাজীব হোসেন বলেন, “বিজেপির দলীয় কার্যালয়ের ভাঙচুরের ঘটনা তাদেরই তৈরি করা একটি নাটক।
এদিন আমাদের জনসংযোগ কর্মসূচিকে ভেস্তে দিতে বোমা, বন্দুক নিয়ে প্রথমে আক্রমন করে তারা। দলীয় কর্মীদের দোকান ভাঙচুর করা হয়।”
শুধুমাত্র ঘটনার প্রতিবাদ জানায় তৃনমূল কর্মীরা কোথাও কাউকে আক্রমণ করা হয়নি। সেই সঙ্গে তার অভিযোগ এলাকায় বেশকিছু দিন থেকেই অশান্তি পাকাচ্ছে বলে বিজেপি।সম্প্রতি আমাদের বেশ কিছু কর্মীর বাড়ি আক্রমণ করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584