মনিরুল হক, কোচবিহারঃ
কোচবিহারের মূল উৎসব রাসযাত্রা। মহারাজাদের কুলদেবতা মদনমোহনের রাসযাত্রা উপলক্ষে কোচবিহার শহরের একটা বড় অংশ জুড়ে পক্ষকাল ব্যাপি চলে রাসমেলা। এই মেলা উপলক্ষে ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। এবছরের এই মেলার বিশেষ গুরুত্ব রয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলায় আসার সম্ভাবনা রয়েছে। সেদিকটা লক্ষ রেখে শুরু হয়েছে প্রস্তুতি। তাই রাসমেলার আগে রাজ আমলের তৈরি নিকাশি নালা পরিচ্ছন্ন করতে উদ্যোগ নিলো কোচবিহার পুরসভা।
আরও পড়ুনঃ দিনাহাটায় ভূতচতুর্দশী রাতে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ধৃত ১
এবিষয়ে কোচবিহার পৌরসভার স্বাস্থ্য আধিকারিক বিশ্বজিৎ রায় বলেন, রাসমেলাকে সামনে রেখে নিকাশি নালা পরিচ্ছন্ন করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ প্লাস্টিক ও আবর্জনা স্তূপ তৈরি হয়েছে নিকাশি নালা গুলিতে যার ফলে জল সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। ঐতিহ্যের এই মেলা যাতে কোনো ভাবে বিঘ্নিত না হয়। সেদিকটা নজর রেখে আমরা পরিচ্ছন্নতার এই অভিযান শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584