রাজ্যস্তরীয় খো খো প্রতিযোগিতায় অংশ নিতে কলকাতাগামী কোচবিহারের দল

0
62

অমৃতা চন্দ, কোচবিহারঃ

কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া রাজ্যস্তরীয় সাব জুনিয়র অনূর্ধ্ব ১৪ খো খো প্রতিযোগিতায় অংশ নিতে রওনা হলো কোচবিহার জেলা বালক-বালিকা দল।

কোচবিহার জেলা দল বৃহস্পতিবার কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। পশ্চিমবঙ্গ রাজ্য খো খো সংস্থার পরিচালনায় ও দক্ষিণ ২৪ পরগনা জেলা খো খো সংস্থার ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১০ থেকে ১২ জানুয়ারি। দক্ষিণ ২৪ পরগনার লক্ষ্মীকান্তপুর আনচানা হাই স্কুল মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

কলকাতাগামী। নিজস্ব চিত্র

কোচবিহার জেলা খো খো সংস্থার সম্পাদক অজিত চন্দ্র বর্মন জানান, রাজ্যস্তরীয় এই প্রতিযোগিতায় কোচবিহার জেলা বালক দলের খেলোয়াড়রা হলেন অধিনায়ক মিরাজুল ইসলাম ছাড়াও রফিক হক, শাহানুর হক, আল-আমিন মোস্তাফি, ছামীর মিয়া, রাকেশ বর্মন, মোস্তফা আলী, শুভঙ্কর বর্মন, সঞ্জয় বর্মন, শামিম রহমান ও রাহুল হক। বালক দলের কোচ ও ম্যানেজার হলেন সান্তনু বর্মন ও রাহুল হক। প্রতিযোগিতায় বালিকা দলের খেলোয়াড়রা হলেন অধিনায়ক সুমনা বর্মন, শিউলি বর্মন, বিথিকা বর্মন, দীপা বর্মন, রাব্বিনা খাতুন, খাদিজা খাতুন, ভারতী বর্মন, দীপশিখা সেন, আসনা বানু , দীপিকা বর্মন, কাকলি বর্মন, সান্তনা বর্মন ও দিয়া দাস। দলের কোচ ম্যানেজার হলেন পংকজ বর্মন ও তরুণ বর্মন। কোচবিহার জেলা বালক ও বালিকা দলের খেলোয়াড়রা সকলেই দিনহাটা ওকরাবাড়ি নব প্রগতি সংঘের নিয়মিত খেলোয়াড় বলে অজিত চন্দ্র বর্মন জানান। এরা স্থানীয় ফলিমারী রেলওয়ে স্টেশন মাঠে নিয়মিত অনুশীলন করে থাকেন। বালক ও বালিকা দলের অধিনায়ক হলেন মিরাজুল ইসলাম ও সুমনা বর্মন। এছাড়াও উভয় দলের কোচ হলেন শান্তনু বর্মন, পংকজ বর্মন এবং ম্যানেজার হলেন রাহুল হক ও তরুণ বর্মন। প্রতিযোগিতায় কোচবিহার জেলা দলের সাফল্য কামনা করেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here