বে-আইনিভাবে নম্বর প্লেট লাগানো রুখল কোচবিহারের আরটিও

0
53

মনিরুল হক, কোচবিহারঃ

দীর্ঘদিন ধরেই নম্বর প্লেট লাগানোর অভিযোগ তুলছিলেন কোচবিহারবাসী। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার ভোরে কোচবিহারের আরটিও নিজে অভিযান চালিয়ে অফিসের সামনে থেকে প্রচুর হেলমেট বাজেয়াপ্ত করেন।

Cooch Behar's RTO banned illegally placing number plates
আরটিও-র অভিযান। নিজস্ব চিত্র

অভিযোগ, গভীর রাত থেকে হেলমেট দিয়ে লাইন রাখা হতো এবং সকালে টাকার বিনিময়ে তা বিক্রি করে হতো। বেআইনিভাবে এই অবস্থাকে বন্ধ করতে এদিন ভোরে এই অভিযান চালায় কোচবিহার যানবাহন বিভাগের আরটিও। এদিন তিনি এই অভিযান চালিয়ে প্রচুর হেলমেট উদ্ধার করেন।

এদিন কোচবিহারের আরটিও আশুতোষ রায় জানান, যে সমস্ত গাড়ির মালিকরা নম্বর লাগাতে আসবেন তারা বৈধ কাগজ দিয়ে রেজিস্টার খাতায় তাদের নাম নথিভুক্ত করার পর নম্বর লাগাতে পারবেন। কোন অবস্থাতেই কোন হেলমেট বা ইটের টুকরো দিয়ে অবৈধভাবে নম্বর লাগানো যাবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here