মনিরুল হক, কোচবিহারঃ
পুলিশ, সাংবাদিক ও স্বাস্থ্য কর্মীদের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হল কোচবিহারে। আজ কোচবিহার পুলিশ লাইন মাঠে নমুনা পরীক্ষার জন্য ক্যাম্প করা হয়।
নমুনা সংগ্রহের কাজে আসা স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেন, “পুলিশ,সাংবাদিক ও স্বাস্থ্য কর্মীদের যেভাবে রাস্তায় নেমে কাজ করতে হয়।
তাতে করোনা আক্রান্তদের সংস্পর্শে আসার সম্ভাবনা সব থেকে বেশি। সেই কারণে এই তিন প্রফেশনের সাথে যুক্তদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। কোচবিহার জেলা শহর ছাড়াও জেলার মহকুমা শহর গুলোতেও নমুনা সংগ্রহের কাজ চলছে।”
উত্তরবঙ্গের জেলা গুলোর মধ্যে কোচবিহারে সব থেকে বেশি নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজ হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কারোর করোনা আক্রান্ত হওয়ার খবর নেই। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন ১৬৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে।
আরও পড়ুনঃ পরিসংখ্যানে পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক আজকের(৯ মে) করোনা পরিস্থিতি
প্রত্যেকটি রিপোর্ট নেগেটিভ বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এদিন পুলিশ, স্বাস্থ্য কর্মী ও সাংবাদিকদের ছাড়াও সীমান্তের গ্রাম গুলোতে নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে।
সেখানে মূলত সারি ও ইলি পরীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত জেলায় ৬ জনের ইলি ধরা পড়লেও তাঁদের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584