কোচবিহার সাগরদিঘী চত্বরের ফাস্টফুডের দোকানিদের রেজিস্ট্রেশন নাম্বার সহ ডাস্টবিন প্রদান

0
51

মনিরুল হক, কোচবিহারঃ

কোচবিহার শহরের অন্যতম ঐতিহ্য সাগর দীঘি। এই দীঘি ঘিরেই গড়ে উঠেছে অফিস পাড়া। শান্ত এই দীঘির শিক্ততা অনুভব করতে বহু মানুষ ভিড় করে এই চত্বরে। স্বাস্থ্য রক্ষার তাগিদেও এই দীঘিকেই ঘিরে মর্নিং ও ইভিনিং ওয়াক্ও করেন বহু মানুষ।

coochbehar municapility | newsfront.co
নিজস্ব চিত্র

সন্ধ্যায় যুবক-যুবতীরদের মিছে খুনসুটি শুধু নয়, প্রবীণদের জমজমাট আড্ডা যেমন রয়েছে। তেমনই এই দিঘীর পারে সৌন্দর্য উপভোগ করতে বহু মানুষ ভিড় করে।

আড্ডা হবে, চর্চা হবে, প্রেম-প্রীতি ভালোবাসা হবে, খাওয়া দাওয়া হবে না! তাই এই দিঘীর চারধারে রয়েছে নানা ধরণের ফাস্টফুডের দোকান। এবারে এই দোকান গুলিকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে বৈধতা দিল মহকুমা প্রশাসন ও কোচবিহার পুরসভা।

আরও পড়ুনঃ বাজেটের খসড়া পুড়িয়ে প্রতিবাদ চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের

বৃহস্পতিবার কোচবিহার সদর মহকুমা শাসকের দফতরে সাগর দীঘির পাড়ের ফাস্টফুডের ক্ষুদ্র ব্যবসায়ীদের রেজিস্ট্রেশন করানো হলো। পাশাপাশি পুরসভা ও সদর মহকুমা শাসকের তত্ত্বাবধানে সাগর দীঘির পাড়ে ২৫ জন এই ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে দুটি করে ডাস্টবিন তুলে দেওয়া হয়।

যাতে সাগরদিঘীর পরিবেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকে। একটি ডাস্টবিনে পচনশীল বজ্র পদার্থ ও অন্যটিতে অপচনশীল বজ্র পদার্থ রাখতে হবে। তাতে পরিবেশের ভারসাম্য থাকবে তেমনই শহরের প্রাণ কেন্দ্রের এই এলাকায় নোংরা ও আবর্জনার স্তূপও জমবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here