ক্ষনিকের ঝড়ে আশ্রয়হীনদের অন্ন জোগাতে কমিউনিটি কিচেন খুলল তৃণমূল

0
45

মনিরুল হক, কোচবিহারঃ

কালবৈশাখীর ঝড়ে আশ্রয়হীন হয়ে পড়া বাসিন্দাদের আশ্রয় দেওয়া হল স্কুলের ক্লাস রুমে। এমনকি তাদের জন্য খোলা হল কমিউনিটি কিচেনও। শুক্রবার সকালেই কোচবিহার ২ নম্বর ব্লকের খোলটা মরিচবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার মরিচবাড়ি হাইস্কুলে একটি কমিউনিটি কিচেন খুলে, সেখানে ক্ষতিগ্রস্থ বাসিন্দাদের তিন বেলা খাবারের ব্যবস্থা করা হয়।

community kitchen | newsfront.co
কমিউনিটি কিচেন। নিজস্ব চিত্র

এছাড়াও বিকেলের মধ্যে আরও দুটি কমিউনিটি কিচেন খোলা হবে বলে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা কার্যকারী সভাপতি তথা প্রাক্তন সাংসদ প্রতিম রায় জানিয়েছেন।

Lockdown | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দশ কামরা বিশিষ্ট আইসোলেশন ট্রেন পৌঁছল বর্ধমানে

তিনি আরও জানান,’বুধবার সন্ধ্যার ঝড়ে কার্যত তচনচ করে দেয় খোলটা মরিচবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৪ টি গ্রাম। সেখানকার প্রায় ৫০০টি পরিবারের বাড়িঘর ভেঙে গিয়েছে। প্রায় দু-হাজার মানুষ আশ্রয় নিয়েছেন সংলগ্ন বিভিন্ন স্কুল বাড়িতে। গতকাল রাতেই ঘরের উপড়ে গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় আহতরা
আলিপুরদুয়ার হাসপাতালে প্রায় ২০ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

Storm damage | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ শহরকে দূষণ-জীবাণুমুক্ত করতে কীটনাশক স্প্রে দমকল কর্মীদের

এছাড়াও বহু মানুষের ক্ষেতের ফসল নষ্ট হয়ে গিয়েছে। সব থেকে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছেন ভুট্টা ও সবজি চাষিরা। করোনা সংক্রামক ঠেকাতে দেশ জুড়ে চলছে লকডাউন। ফলে এমনিতেই কর্মহীন হয়ে ও জমির ফসল সঠিক ভাবে বিক্রি করতে না পেরে সমস্যায় ভুগছিলেন গ্রামের বাসিন্দারা।

তারমধ্যেই এমন ভাবে ঝড়ের কোপে পড়বে তা ভাবতেই পারেননি ওই এলাকার বাসিন্দারা।যদিও এলাকার বাসিন্দা পার্থ ঘোষ বলেন, “ ঝড়ের এমন দাপট ছিল যে টিনের বাড়ি তো ভেঙেছেই, পাকা বাড়ি পর্যন্ত ভেঙে গিয়েছে। জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। লকডাউনের জেরে এমনিতেই আমরা ভুগছিলাম। এখন তো দেখছি ঝড় আমাদের সব কিছুই কেড়ে নিয়ে গেল। এখন কি করবো বুঝতে পারছি না।”

তবে প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা কার্যকারী সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, “লকডাউনের সময় থেকেই আমরা মানুষের পাশে ছিলাম। ঝড়ে ক্ষতিগ্রস্থদের পাশেও থাকবো। অলরেডি স্থানীয়দের নিয়ে একটি কমিউনিটি কিচেন চালু করা হয়েছে। বিকেলের মধ্যে আরও দুটো করা হবে। ঝড়ে গাছ চাপা মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা করা হয়েছে। আহতদের দেখতে আলিপুরদুয়ার হাসপাতালেও গিয়েছিলাম। আমরা ক্ষতিগ্রস্থদের পাশে শেষ অবধি থাকবো।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here