কোচবিহারে হারিয়ে যাওয়া মোবাইল ফেরাল পুলিশ

0
115

মনিরুল হক, কোচবিহারঃ

জেলার বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল গুলিকে উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল কোচবিহার জেলা পুলিশ। শনিবার সকালে কোচবিহার জেলা পুলিশের অফিসের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই মোবাইল গুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

Mobile phone | newsfront.co
উদ্ধারকৃত মোবাইল ৷ নিজস্ব চিত্র

এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার মহম্মদ সানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার, ডিএসপি ট্রাফিক চন্দন দাস, ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা।

meeting | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গেছে,বিগত কয়েক মাস ধরে লাগাতার ভাবে কোচবিহার জেলা পুলিশের তরফ থেকে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই মত, পুজোর পরে এদিনও প্রায় ৩৫টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল।

আরও পড়ুনঃ টেস্ট পরীক্ষা ছাড়াই পড়ুয়াদের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার প্রস্তাব শিক্ষকদের

Coochbihar Police | newsfront.co
ফিরিয়ে দেওয়ার মূহুর্ত ৷ নিজস্ব চিত্র

একদিকে যেমন প্রকৃত মালিকদের হাতে মোবাইল তুলে দেওয়া হয় তেমনি তাদের সাথে বিজয়ার শুভেচ্ছা বিনিময় পর্ব চলে জেলা পুলিশের তরফ থেকে।

এ বিষয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার মহম্মদ সানা আক্তার জানিয়েছেন, জেলা পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়া মোবাইল গুলি উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল। আগামী দিনেও এ ধরণের অভিযান জারি থাকবে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুনঃ প্রতিশ্রুতিই সার! অনটনকে সঙ্গী করেই হরিয়ানার পথে আলিপুরদুয়ারের বক্সার রাকেশ

এদিন হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি হয়ে একজন ব্যক্তি জানান, “আমি তো ভেবেছিলাম আমার এতো দামি মোবাইল আর ফেরত পাব না। এই ভেবে আমি একটা নতুন মোবাইলও কিনেছি। কিন্তু আজ যখন এই মোবাইল পাওয়ার খবর যায় তখন সত্যি খুব ভাল লাগল যে হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পাব। খুব ভাল লাগছে মোবাইলটি ফিরে পেয়ে।” হারিয়ে যাওয়া মোবাইলের মালিকরা খুবেই খুশি। কোচবিহার জেলা পুলিশের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here