শিক্ষিকা ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতা নুর আলম হোসেনকে বহিস্কার

0
74

মনিরুল হক, কোচবিহারঃ

দিনহাটায় শিক্ষিকা ধর্ষণ কান্ডে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের সিতাই বিধানসভা কেন্দ্রের কনভেনার তথা কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেনকে দল থেকে বহিস্কার করলো কোচবিহার তৃণমূল কংগ্রেস।

leaders | newsfront.co
নিজস্ব চিত্র

সোমবার কোচবিহারে সাংবাদিক সম্মেলন করে দিনহাটার ওই প্রভাবশালী তৃনমূল নেতাকে অনির্দিষ্ট কালের জন্য দলের সমস্ত পদ এমনকি সাধারণ সদস্য পদ থেকেও বরখাস্তের কথা ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা অনগ্রসর শ্রেনী কল্যাণ মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ। এদিন তিনি তৃণমূল কংগ্রেসের জেলা কার্যকরী সভাপতি পার্থপ্রতিম রায়কে পাশে বসিয়ে নুর আলমকে বহিষ্কারের কথা ঘোষণা করেন।

আরও পড়ুনঃ দোকান খোলা নিয়ে বস্ত্র ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্ব বহরমপুরে

এদিন সাংবাদিক বৈঠকে মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ বলেন, “৯ মে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপেক্ষিতে তাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছিল। সাত দিনের মধ্যে তার কাছে জবাব তলব করা হয়েছিল। কিন্তু সেই শোকজের কোনও উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায় নি। আর সেই কারণেই দলের রাজ্য নেতৃত্বের সাথে কথা বলে যতদিন পর্যন্ত আদালত থেকে ওই মামলায় নিষ্কৃতি না পান, ততদিন পর্যন্ত সমস্ত রকম পদ এমনকি সাধারন সদস্যপদ থেকেও তাকে বহিস্কার করা হল।”

আরও পড়ুনঃ কোচবিহারে তৃণমূলের মহিলা প্রধানের উপর হামলার অভিযোগ দলীয় কর্মীর বিরুদ্ধে

উল্লেখ্য, দিনহাটার প্রভাবশালী তৃণমূল নেতা নূর আলম হোসেনের বিরুদ্ধে টানা ধর্ষণের অভিযোগ আনেন এক শিক্ষিকা। ৩ মে রাতে ওই ঘটনা নিয়ে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরেই দিনহাটা হাসপাতালে ধর্ষণের শিকার ওই মহিলার ডাক্তারি পরীক্ষা করা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ঘাসফুল শিবিরে।

অভিযোগ, দীর্ঘদিন যাবত ওই তৃণমূল নেতা ওই মহিলাকে ধর্ষণ করে গেছেন। ওই মহিলা অভিযোগ করে বলেন, তিনি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তাঁর স্বামী হাইস্কুলের শিক্ষক। তাঁদের একটি সন্তান রয়েছে। এক সময় নূর আলম হোসেন ও তার পরিবারের সুসম্পর্ক গড়ে ওঠে। এরপরেই তাকে কুপ্রস্তাব দিতে থাকে ওই তৃণমূল নেতা।

শুধু তাই নয়, তাঁর প্রস্তাব ফিরিয়ে দিলে সে তাকে হুমকি দেয় বলে অভিযোগ। এরপর গত বছর ২৬ অক্টোবর তাঁকে বাড়িতে একা পেয়ে জোর করে ধর্ষণ করেন ওই তৃণমূল নেতা। আর ধর্ষণের সময় ছবি তুলে রেখে প্রতিদিন তাকে ব্ল্যাকমেল করে টানা ধর্ষণ করতে থাকে বলেও অভিযোগ। প্রাণে মারার হুমকিও দিয়েছিলেন। শেষ পর্যন্ত ভয়কে উপেক্ষা করে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয় ওই নির্যাতিতা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here