ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের আওতায় আসছে প্রায় দেড় হাজার কো-অপারেটিভ ব্যাঙ্ক

0
95

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

এবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক(আরবিআই)-এর আওতায় আনা হচ্ছে প্রায় ১ হাজার ৫০০ আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক ও মাল্টি-স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ককে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছর পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্কে দুর্নীতির ঘটনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হল বলে মনে করা হচ্ছে।

RBI | newsfront.co
প্রতীকী চিত্র

এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, ‘দেশের ১ হাজার ৪৮২ টি আরবান এবং ৫৮ টি স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ককে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তদারকি ক্ষমতার অধীনে আনা হচ্ছে। শিডিউলড ব্যাঙ্কে যেমন আরবিআইয়ের ক্ষমতা থাকে, কো-অপারেটিভ ব্যাঙ্কেও সেই একই ক্ষমতা থাকবে কেন্দ্রীয় ব্যাঙ্কের।’

আরও পড়ুনঃ জনসেবায় স্বীকৃতি, রাষ্ট্রসংঘে আমন্ত্রিত কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা

কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, নয়া সিদ্ধান্তের ফলে কো-অপারেটিভ ব্যাঙ্কের ৮.৬ কোটির বেশি আমানতকারী সুবিধা পাবেন। ওই ব্যাঙ্কগুলিতে জমা থাকা প্রায় ৪.৮৪ লাখ কোটি টাকা সুরক্ষিত থাকবে। এছাড়াও এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ডেয়ারি ক্ষেত্রেও ঘোষণা করা হয়েছে। ডেয়ারি, পোলট্রি ও মাংস প্রক্রিয়াকরণে ১৫ হাজার কোটি টাকার পরিকাঠামো তহবিল অনুমোদন করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here