শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
রাজ্য সরকার কৃষকদের উন্নতিতে বিভিন্ন উদ্যোগ নিয়ে চলেছেন।কৃষকরা যাতে ধান,পাঠ,গমের বাইরেও অন্যান্য ফসল চাষে উৎসাহিত হয় সে বিষয়েও রাজ্য কৃষি দফতর তথা রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়ে চলেছেন।
সেই উদ্যোগের অংশ হিসেবেই কৃষকদের ভুট্টা চাষে কৃষকদের উৎসাহিত করে তুলতে আজ ২২শে অগস্ট দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর,মালদহ এই তিন জেলার ৩৫০ জনের বেশী কৃষকদের নিয়ে বালুরঘাটে গুলমোহর অনুষ্ঠান গৃহে একটি সেমিনারের আয়োজন করা হল।এই সেমিনারে কৃষি মন্ত্রী আশিষ ব্যানার্জী, মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার,পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ সচিব প্রসেনজিৎ হ্যান্স,দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক নিখিল নির্মল সহ বিভিন্ন বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ ধান রোপণ যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ
এই সেমিনারে উপস্থিত কৃষকদের ভুট্টা চাষের উপকারীতা,কিভাবে উন্নত মানের ভুট্টা চাষ করা যায়,ফল আর্মি ওয়ান পোকার আক্রমণ থেকে ভুট্টাকে কিভাবে বাঁচানো যায়,জৈব উপায় কিভাবে ভুট্টা চাষ করা যায় প্রভৃতি বিষয় আলোচনা হয়।ভুট্টা চাষে কৃষকদের উৎসাহিত করতে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে দুই দিনাজপুর ও মালদহ জেলার কৃষকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584