স্থানীয় নয়, করোনা আক্রান্তরা এসেছেন কলকাতা থেকে, জানালেন জেলাশাসক

0
42

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

স্থানীয় নয়, কলকাতা থেকে আসা ব্যক্তিদের লালারসের নমুনা পরীক্ষা রিপোর্ট পজিটিভ এসেছে। শনিবার দুপুরে রায়গঞ্জের কর্নজোড়ায় উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা সাংবাদিক সন্মেলন করে একথা জানান। জেলাশাসকের সঙ্গে এদিন ছিলেন পুলিশ সুপার সুমিত কুমার।

Arvind mina | newsfront.co
জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। নিজস্ব চিত্র

জেলাশাসক বলেন, ‘উত্তর দিনাজপুর জেলা চার দিক থেকে সিল করা রয়েছে। বাইরে থেকে কেউ এলে নিয়মমতো তাকে পরীক্ষা করে তবেই ছাড়া হচ্ছে। যে ৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, তাদের ২ জন রায়গঞ্জের শ্যামপুর ও গৌরী গ্রামের বাসিন্দা। অন্যজনের বাড়ি হেমতাবাদ ব্লক এলাকায়। শুক্রবার এদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে রেশনের জিনিস না মেলায় দোকান বন্ধ করে বিক্ষোভ সাধারণ মানুষের

কিন্তু সেরকম কোনো উপসর্গ না থাকায় তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছিল। এদিন তাদের লালারসের নমুনা পজটিভ এসেছে। তাদেরকে কর্নজোরার কোভিড হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। এই পরিস্থিতিতে ওই ব্যক্তিরা যে এলাকায় থাকতেন, সেখানে ধারাবাহিকভাবে লালারসের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে।’ এদিকে রায়গঞ্জ শহরে ‘গ্রিন জোন’-এর যে ছাড় ছিল, তা বাতিল করে নিয়ম মাফিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here