নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
কোচবিহারে ফের করোনা থাবা বসাল জেলাশাসকের দফতরে। নতুন করে ৫ জন প্রশাসনিক আধিকারিকের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এনিয়ে জেলা প্রশাসনে মোট ১০ জন আধিকারিক করোনা আক্রান্ত হলেন।
বেশ কিছুদিন আগে কোচবিহারে জেলাশাসকের দফতরের ৫ জন আধিকারিকের সংক্রমণ ধরা পড়েছিল। তার রেশ কাটতে না কাটতে নতুন করে আরও পাঁচ আধিকারিকের লালারসের নমুনা নেওয়া হয়। আজ তার রিপোর্ট এসে পজিটিভ।
জেলা প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, এনিয়ে মোট ১০ জন করোনা যোদ্ধা সংক্রমিত হলেন। সকলকে সুরক্ষিত অবস্থায় রেখে চিকিৎসা করা হচ্ছে। কারুর কোন উপসর্গ নেই বলে জানা গিয়েছে। সকলেই ভালো আছেন।
আরও পড়ুনঃ তুফানগঞ্জে রহস্যজনক মৃত্যু যুবকের, সিআইডি তদন্তের দাবিতে পথ অবরোধ এলাকাবাসীর
জেলা প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, এনিয়ে জেলায় মোট ১০ জন প্রশাসনিক আধিকারিক আক্রান্ত হয়েছেন। আক্রান্ত আধিকারিকদের মধ্যে দুজন অতিরিক্ত জেলাশাসক, পাঁচ জন ডেপুটি ম্যজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর সহ স্পেশাল এলএও, জেলা পঞ্চায়ত ও গ্রামোন্নয়ন আধিকারিক এবং ডিসিএফএস আধিকারিক রয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৮৭। যার মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৬৮ টি।
সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩১৯ জন। আক্রান্ত প্রত্যেককেই কোচবিহার কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই জেলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুনঃ রায়গঞ্জে করোনা আক্রান্ত এক বৃদ্ধ, এলাকায় চাঞ্চল্য
প্রসঙ্গত, দিনহাটা পুরসভা ও দিনহাটা ২ নম্বর ব্লককে ইতিমধ্যে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। কোচবিহার পুরসভা এলাকায় ১৬ জুলাই থেকে শুরু হয়েছে লকডাউন। আর এই লকডাউন কার্যকর করতে তৎপর হয়েছেন জেলা প্রশাসনিক আধিকারিকেরা।
প্রতিদিন জেলায় নতুন করে করোনা আক্রান্তের হদিশ মিলায় ক্রমশ চিন্তিত হয়ে পড়ছে জেলা প্রশাসন। প্রশাসনিক উদ্যোগ সত্ত্বেও হুশ ফিরছে না মানুষের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584