করোনার কবলে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি

0
73

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

বিশ্বের অন্যান্য দেশের মতোই করোনাভাইরাসের প্রকোপে ত্রস্ত বাংলাদেশ। সে দেশেও দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। এবার করোনা আক্রান্ত হলেন বাংলাদেশ দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা। জানা গিয়েছে, আপাতত তিনি হোম আইসোলেশনে রয়েছেন।

Mashrafe Mortaza | newsfront.co
সংবাদ চিত্র

গত তিন দিন ধরে জ্বর ও গায়ে ব্যথা ছিল মাশরাফির। শুক্রবার রাতে লালারস পরীক্ষা করার পর শনিবার দুপুরে বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়কের করোনা রিপোর্ট পজিটিভ আসে। বাড়ির অন্য সদস্যরা এখনও সুস্থ, কারও করোনার উপসর্গ দেখা দেয়নি।

বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের পরিচয়ের বাইরে মাশরাফি বিন মোর্তাজা-র এক রাজনৈতিক পরিচয়ও রয়েছে। তিনি বাংলাদেশের নড়াইল ২ আসনের আওয়ামি লিগের সংসদ সদস্য।

আরও পড়ুনঃ জওয়ান মৃত্যুর ঘটনায় ফালাকাটায় কংগ্রেসের বিক্ষোভ

নিজের দেশে ক্রমশ বাড়তে থাকা করোনা সংক্রমণ নিয়ে বেশ চিন্তিতই ছিলেন বাংলাদেশি ফাস্ট বোলার। সেখানে ইতিমধ্যেই সংক্রমিতের সংখ্যা ১ লক্ষ ৫ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ১ হাজার ৩০০ জনের। এমন পরিস্থিতিতে তিনিও দুস্থদের পাশে দাঁড়িয়েছিলেন। গত মার্চে কোভিডে আক্রান্ত ৩০০টি পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন মোর্তাজা।

এরপর ক্ষোদ মাশরাফি বিন মোর্তাজার শরীরেই করোনা সংক্রমণ ধরা পড়ল। শনিবারই জানা গিয়েছে, আরেক প্রাক্তন বাংলাদেশি ক্রিকেটার নাফিস ইকবালের শরীরেও থাবা বসিয়েছে ভাইরাস। যিনি কিনা বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের দাদা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here