নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
ধীরে ধীরে রাজ্যে একের পর এক প্রশাসনিক আধিকারিক করোনা আক্রান্ত হচ্ছেন। এবার পূর্ব মেদিনীপুরের তমলুক ব্লকের বিডিও করোনা আক্রান্ত হলেন।
জানা গেছে, ওই আক্রান্ত বিডিওকে নিয়ে যাওয়া হয়েছে চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে। গত কয়েকদিন করোনা উপসর্গ থাকায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন তিনি।
আরও পড়ুনঃ চিকিৎসকদের পজিটিভ, বন্ধ শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল
গতকাল রাতে রিপোর্ট পজিটিভ আসায় তাকে সোমবার চণ্ডীপুর নিয়ে আসা হয়েছে। বিডিও অফিস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এদিন দমকল বাহিনীর তরফ থেকে জীবাণুমুক্ত করা হচ্ছে অফিসটিকে। প্রশাসনের পক্ষ থেকে এলাকার মানুষকে সচেতনতার বার্তাও দেওয়া হচ্ছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584