নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
যত দিন যাচ্ছে, মালদহে করোনা আক্রান্তের সংখ্যা মারাত্মক আকার নিচ্ছে। সোমবার গভীর রাতে জেলা স্বাস্থ্য দপ্তরের যে রিপোর্ট দিয়েছে, তাতে আরও ১১ জন করোনা আক্রান্তের খবর মিলেছে। এরমধ্যে ১০ জন মানিকচক ও একজন গাজোল ব্লকের বাসিন্দা। গাজোল ব্লকে এদিনই প্রথম সংক্রমণ ধরা পড়ল।
মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে সোমবার রাত ১১ টা নাগাদ মোট ৬০৪টি লালারসের নমুনার রিপোর্ট আসে। তারমধ্যে ১১টি রিপোর্ট পজিটিভ ও ৫৯৩ টি রিপোর্ট নেগেটিভ। মানিকচকের যে ১০ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে, তাঁরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক।
আরও পড়ুনঃ লকডাউন, বাগানে নষ্ট হচ্ছে লক্ষাধিক টাকার ফুল
গৌড়কন্যা বাস টার্মিনাসে তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদিন সেই রিপোর্ট আসে। অন্য সংক্রমিত ব্যক্তি গাজোলের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁদের সকলকে চিহ্নিত করে সংশ্লিষ্ট ব্লকের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে। মালদহে গত ২৪ ঘন্টায় ২০ জন আক্রান্তের খোঁজ মেলায় উদ্বিগ্ন জেলা প্রশাসন। এখনও পর্যন্ত এটিই ২৪ ঘন্টায় মালদহ জেলায় সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা।
আরও পড়ুনঃ বাড়ি ফেরার বাস না মেলায় বিক্ষোভ শ্রমিকদের
উল্লেখ্য, মালদহে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭। দু’জন অবশ্য ইতিমধ্যেই সুস্থ হয়েছেন। সংক্রমণের দিক থেকে জেলায় সবচেয়ে এগিয়ে মানিকচক ব্লক। এখানে এখনও ১৮ জন পরিযায়ী শ্রমিকের করোনা সংক্রমণ ধরা পড়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584