নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলায় প্রতিদিন বিভিন্ন মহকুমায় বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। যদিও পাশাপাশি বহু আক্রান্তেরা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। বুধবার সকালে জেলাতে ফের করোনা আক্রান্তের হদিশ মিলল।
ডোমকল ব্লকে ১, নবগ্রাম ব্লকে ১, কান্দি পৌরসভার ৯নং ওয়ার্ডে ১জন, বেলডাঙা দুই নং ব্লকে ১জন ও সুতি দুই নং ব্লকে ১জনের দেহে করোনা সংক্রমণের হদিশ মিলেছে। মুর্শিদাবাদ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০৮জন।
আরও পড়ুনঃ গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়
যদিও ইতিমধ্যেই ৭৮জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বহরমপুর মাতৃসদনকে করোনা আইসোলেশন সেন্টার করা হয়েছে ১০০ সজ্জা যুক্ত। যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে সাধারণ মানুষের মনে আতঙ্কের ছাপও বেড়ে চলেছে। সকালে প্রতিটি স্থানের নিকটবর্তী থানা থেকে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আক্রান্তদের বাড়ি থেকে অ্যাম্বুলেন্সে বহরমপুর মাতৃসদনে আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584