নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
এতদিন স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছিলেন। এবার খোদ রায়গঞ্জ কোভিড হাসপাতালের সুপার করোনা আক্রান্ত হলেন। ঘটনা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়েছে রায়গঞ্জ শহরে। বৃহস্পতিবার রায়গঞ্জের কোভিড হাসপাতালের সুপার করোনায় আক্রান্ত হয়ে কোভিড হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুনঃ করোনা রিপোর্ট নেগেটিভ হওয়া সত্ত্বেও সৎকারে বাধা, ১৮ ঘণ্টা পড়ে থাকল বৃদ্ধার দেহ
জানা গিয়েছে, দিনচারেক আগে স্বাস্থ্য দফতরের এক কর্মীকে শিলিগুড়ির একটি বেসরকারি কোভিড নার্সিংহোমে স্থানান্তরিত করার সময় তার সংস্পর্শে আসেন সুপার। সোমবার রায়গঞ্জ মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে কোভিড হাসপাতাল সুপারের লালার নমুনা পরীক্ষা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই তাকে তড়িঘড়ি কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে কোভিড হাসপাতাল কর্তৃপক্ষ। দিনকয়েক আগে এই কোভিড হাসপাতালের নার্সিং সুপারিনটেনডেন্ট করোনা আক্রান্ত হয়ে কোভিড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বর্তমানে তিনি সুস্থ হয়ে কোভিড হাসপাতালে রয়েছেন।
আরও পড়ুনঃ এবার নিমতলায় হবে করোনায় মৃতদের দাহ, বিশেষ নির্দেশিকা জারি পুলিশ-প্রশাসনের
চলতি মাসের ২৭ তারিখ থেকে করোনা আক্রান্ত হয়ে মিক্কিমেঘা কোভিড হাসপাতালের ফার্মাসিস্ট বর্তমানে চিকিৎসাধীন। সম্ভবত করোনা রোগীদের তদারকি করতে গিয়েও তিনি সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।
কোভিড হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্য দফতরের তরফে মিক্কিমেঘা কোভিড হাসপাতালকে ৫০টি বেড থেকে বাড়িয়ে ১০০টি বেড করা হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বলেন, কোভিড হাসপাতাল সুপার করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। তার চিকিৎসা চলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584