নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
এবার মহামারী করোনা থাবা বসালো করোনা টেষ্টিং ল্যাবেও। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে টেকনিসিয়ানদের কয়েকজনের করোনা সংক্রমণের জেরে মঙ্গলবার থেকেই বন্ধ হয়ে গেল মেদিনীপুর মেডিকেল কলেজের ভিআরডিএল ল্যাব। এদিন থেকেই সমস্ত লালা রসের নমুনা পাঠানো হচ্ছে কলকাতার এসএসকেএমের টেষ্টিং ল্যাবে। এই বিষয়ে মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুণ্ডু বলেছেন, আপাতত তিন থেকে চারদিন পুরো ল্যাবটিকে বন্ধ রেখে স্যানিটাইজার করা হবে।
ততদিন সমস্ত নমুনা কলকাতায় পাঠানো হবে। এই বিষয়ে জানা গিয়েছে যে মেডিকেল কলেজের ভাইরাল রিসার্চ ডায়াগনস্টিক ল্যাবরেটরির (ভিআরডিএল) চারজন টেকনিসিয়ান করোনাতে আক্রান্ত হয়েছে। ওই ল্যাবে মোট কর্মী আছেন ১২ জন। গত সোমবারই তিনজনের রিপোর্ট পজিটিভ এসেছিল। কিছু অমিমাংসিত ছিল। কিন্তু অমিমাংসিতের মধ্যেও একজনের রিপোর্ট পজিটিভ আসে। আর তারপরই আরটি পিসিআর ল্যাবটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুনঃ ভারী বৃষ্টিতে ফুঁসছে কংসাবতী, আশঙ্কা বন্যার
উল্লেখ করা যেতে পারে গত মার্চ মাসের শেষদিকে অত্যাধুনিক ওই করোনা টেষ্টিং ল্যাব তৈরি হয়। প্রথম প্রথম পাশাপাশি পাঁচ জেলার রিপোর্ট হলেও বর্তমানে কেবলমাত্র পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার টেষ্ট এখানে হয়। প্রতিদিন প্রায় ১ হাজার নমুনা পরীক্ষা হত। ল্যাবটি সাময়িক বন্ধ হয়ে যাওয়ায় এবার রিপোর্ট পেতে অনেকটাই যে দেরি হবে তা আর বলার অবকাশ রাখে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584