করোনা আক্রান্তের মৃতদেহ ছুঁড়ে ফেলা হচ্ছে নদীতে, যোগীরাজ্যে ক্যামেরাবন্দি নিদারুণ এই দৃশ্য

0
193

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

কোভিডে মৃতের দেহ ভেসে যাচ্ছে উত্তরপ্রদেশ ও বিহারে, সম্প্রতি এই দৃশ্য ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। স্বাভাবিকভাবেই দেশজুড়ে সমালোচনার মুখে পড়ে যোগী সরকার। তবে তারপরেও যে উত্তরপ্রদেশ সরকার বিচলিত এমনটা নয়, তা প্রমাণিত আরেকটি চিত্রে।

covid deadbody | newsfront.co
ছুঁড়ে ফেলা হচ্ছে করোনা আক্রান্তের মৃতদেহ। ছবিঃ টুইটার

গত শুক্রবারই আরেকটি ঘটনা প্রকাশ্যে আসে উত্তরপ্রদেশের বলরামপুর জেলায়। একটি ভিডিও আবার ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, ভিডিওতে দেখা যায় সেতু থেকে রাপ্তী নদীতে একটি মৃতদেহ ছুঁড়ে ফেলছেন দুই ব্যক্তি। দুজনের মধ্যে একজন পিপিই কিট পরিহিত। ওই সময় সেতুর ওপর দিয়ে যাওয়া দুই ব্যক্তি গোটা ঘটনাটি ভিডিওগ্রাফি করেন এবং তা প্রকাশ্যে আনেন।

আরও পড়ুনঃ বাংলায় কেন লাগু হল না সিএএ! কার্যত হতাশ মতুয়া সম্প্রদায়

ঘটনা জানাজানি হওয়ার পরে বলরামপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিশ্চিত করেন মৃতদেহটি কোভিডেরই। ওই ঘটনার সঙ্গে যুক্তদের মধ্যে একজন মৃতের পরিবারের সদস্য। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ২৫ মে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ওই করোনা রোগীকে। গত ২৮ মে তাঁর মৃত্যু হয়। মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিবি সিংহ জানিয়েছেন মৃতের পরিবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ ছাত্রছাত্রীদের হোস্টেল ছাড়ার নির্দেশ দিল AMU

এর আগে উত্তরপ্রদেশ এবং বিহারে গঙ্গা থেকে বহু কোভিডে মৃতের দেহ উদ্ধার হয়, বক্সারে গঙ্গার পাড় থেকে উদ্ধার হয়েছিল ৭১টি দেহ। প্রবল বিতর্কের মুখে পড়ে এই রাজ্যগুলিতে ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেকারণে কঠোর বার্তাও দেয় কেন্দ্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here