নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন-এর শরীরে বাসা বেঁধেছে করোনাভাইরাস। তার ওপর এসে জুটেছে নিউমোনিয়া। সোমবার প্রথমবার কোভিড ধরা না পড়লেও বুধবার দ্বিতীয় পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে আপ নেতার। করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই স্বাস্থ্যমন্ত্রীকে দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শুক্রবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে দ্রুত আরেকটি হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। দিল্লি সরকারের একটি সূত্রের খবর, পরিস্থিতি আশঙ্কাজনক থাকায় তাঁকে প্লাজমা থেরাপি দেওয়া হবে।
জানা গিয়েছে, বুধবার রাত থেকে প্রচণ্ড জ্বর-সহ শ্বাস-প্রশ্বাসের সমস্যা রয়েছে স্বাস্থ্যমন্ত্রীর।
সত্যেন্দ্র জৈন ছাড়াও তিন আপ নেতা-অতিশী, অক্ষয় মারাঠে ও অভিনন্দিতা মাথুরের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।
আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় রাজ্যে নতুন আক্রান্ত ৩৫৫, মৃত ১১, সুস্থ ৩০২
সত্যেন্দ্র জৈনের দ্রুত আরোগ্য করেছেন অমিত শাহ। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “করোনা সংক্রমিত দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করি।” যত দিন যাচ্ছে ততই যেন নিজের শক্তি বাড়াচ্ছে করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৮৬ জন এবং মারা গেছেন ৩৩৬ জন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584