নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
জেলায় করোনার মুষ্টি আরও শক্ত হচ্ছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পজিটিভ সংক্রমিতের সংখ্যা৷ এই তালিকায় পুলিশ ও সিভিককর্মীদের নাম প্রায় প্রতিদিনই পাওয়া যাচ্ছে৷ এনিয়ে একদিকে যেমন উদ্বেগে রয়েছে পুলিশ প্রশাসন, তেমনই উদ্বিগ্ন সাধারণ মানুষও।
সবচেয়ে বড় বিষয়, সংক্রমিতদের তালিকায় প্রতিদিনই জায়গা পাচ্ছেন পুলিশের গাড়ির চালকরা৷ এই মুহূর্তে জেলার ১৪টি থানার ৩২ জন পুলিশ গাড়ির চালক করোনা সংক্রমিত বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, আধিকারিকদের গাড়ির একাধিক চালকও সংক্রমিত হয়েছেন৷ ফলে এই সময় জেলার কোথাও কোনও বড় ঘটনা ঘটলে পুলিশ কীভাবে সময়মতো ঘটনাস্থলে পৌঁছাবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ যদিও এসব সমস্যা নিয়েই করোনা আবহে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। করোনা মোকাবিলায় প্রথম থেকেই সামনের সারি থেকে লড়াই চালিয়ে যাচ্ছে পুলিশ৷
আরও পড়ুনঃ রায়গঞ্জে গ্রেফতার করে ইসলামপুর কোর্টে পেশ রাজু বন্দ্যোপাধ্যায়কে
করোনা সংক্রমিতদের বাড়ি থেকে হাসপাতাল পৌঁছানো, করোনা আক্রান্ত রোগীর বাড়ি ঘেরা থেকে লকডাউন কার্যকর করতে পথে নামা, এমনকী মাস্কবিহীনদের সবক শেখাতেও এগিয়ে যেতে হয় পুলিশকে৷ ফলে প্রতিদিনই পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের মানুষের সংস্পর্শে যেতে হচ্ছে৷ এর ফলেই করোনা থাবা বসিয়েছে পুলিশমহলে বলে আশঙ্কা৷
বুধবার রাত পর্যন্ত মালদহ জেলায় করোনা সংক্রমিত হয়েছেন ২০৯ জন পুলিশ ও সিভিককর্মী৷ তার মধ্যে ১২৪ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরলেও এখনও অনেকেই কাজে যোগ দিতে পারেননি৷ তবে বর্তমানে পুলিশের সমস্যা গাড়ির ড্রাইভারের অভাব৷ চালকের অভাবে এই মুহূর্তে সবচেয়ে সংকটে রয়েছে মালদহ ও রতুয়া থানা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584