নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
করোনার থাবা চওড়া হচ্ছে মালদহে। মালদহে নতুন করে করোনা সংক্রামিত হলেন ৪৫ জন। এদের মধ্যে রয়েছেন মালদহ জেলা সদরের মহকুমা শাসকও। এছাড়াও হবিবপুর থানার আইসি সমেত ৫ পুলিশকর্মী। এছাড়াও পুলিশ সুপার অফিসের ১ কর্মীও সংক্রামিত হয়েছেন।

জেলায় সবচেয়ে বেশি করোনা পজিটিভ ধরা পড়েছে ইংরেজবাজারে। এখানে মোট ২৬ জন সংক্রামিত হয়েছেন। পুরসভা এলাকায় সংক্রামিত হয়েছেন ২৪ জন। এদের মধ্যে তিনজন চিকিৎসক রয়েছেন। কালিয়াচক ৩ নম্বর ব্লকে চারজন, পুরাতন মালদহে ৪ জন, রতুয়া ১ নম্বর ব্লকে দু’জন কোভিড পজিটিভ হয়েছেন। কালিয়াচক ১, হরিশ্চন্দ্রপুর ১ এবং বামনগোলা ব্লকে ১ জন করে সংক্রামিত হয়েছেন। সব মিলিয়ে জেলায় এখনও পর্যন্ত মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়াল ৮৬০।
আরও পড়ুনঃ করোনার বাড়বাড়ন্ত, রায়গঞ্জে ১৪ দিনের কড়া লকডাউন চেয়ে চিঠি বিধায়কের
এর মধ্যে সুস্থ হয়েছেন প্রায় ৪৫০ জন। এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় মারা গিয়েছেন ২ ব্যক্তি। সব মিলিয়ে মালদহে করোনায় সংক্রামিত হয়ে মৃতের সংখ্যা ৮।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584