নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনার কবলে গোটা দেশ। দীর্ঘ কয়েক মাস কেটে গেলেও কোভিডের জাল থেকে বেরতে পারেনি দেশবাসী। হু হু করে বাড়ছে সংক্রামিত ও মৃতের সংখ্যা। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন দেশের প্রায় ৭৭৪৫ জন মানুষ। দিল্লিতে দাপট যেন ক্রমে বেড়েই চলছে করোনা।
প্রতিদিনই নতুন নতুন রেকর্ড। ওনামের পর কেরালায় যে কোভিড বাড়বাড়ন্ত দেখা গিয়েছিল এ’কদিনে সেই সংখ্যাকেও পিছনে ফেলেছে দিল্লি। বর্তমানে দৈনিক সংক্রমণের হারে দেশে প্রথম স্থানাধিকারী রাজ্য হল দিল্লি। গত এক সপ্তাহ ধরে দেশে বাকি রাজ্যগুলির মধ্যে দিল্লিতে আক্রান্তের সংখ্যা অনেকটা বেড়েছে। দেশে এই মুহুর্তে মোট সংক্রমণের যা হার দিল্লিতে সেই হার তিনগুণ বেশি।
রাজধানীতে এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪২ হাজার। রাজধানীতে বিগত সপ্তাহে ৪৬ হাজারেরও বেশি মানুষ সংক্রামিত হয়েছে। সংক্রমণ বৃদ্ধি পেয়েছে প্রায় ১.৬ শতাংশ। সংক্রমণের হারে দিল্লি ও কেরালার পরই রয়েছে পশ্চিমবঙ্গ।
আরও পড়ুনঃ রাজ্যে ২৪ ঘন্টায় নতুন করে সংক্রামিত ৩,৯২০, মৃত ৫৯, সুস্থ ৪,৩৮৩
এই মুহূর্তে করোনা আক্রান্তের পাশাপাশি দিল্লিতে মৃত্যুর হারও ক্রমশ বেড়ে চলেছে। গত কয়েক দিনে মহারাষ্ট্র ছাড়া দেশের বাকি রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজধানীতে। মোট মৃত্যু পেরিয়েছে ৭ হাজার। এই মুহুর্তে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে মৃত্যু সংখ্যা অনেক বেশি। কোভিডের ধাক্কায় মোট সংক্রমণের সংখ্যা ৪ লক্ষ পেরিয়েছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584