পিয়ালী দাস, বীরভূমঃ
দু’হাজার জিলেটিন স্টিক উদ্ধার করল সাঁইথিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সোমবার সকালে সাঁইথিয়া- মল্লারপুর রাস্তায় একটি টাটা ২০৭ গাড়ি দাড়িয়ে থাকতে দেখে সাঁইথিয়া থানার টহলরত পুলিশের গাড়ির সন্দেহ হওয়ায় পুলিশ মালবাহী ট্রাকটির কাছে গিয়ে দেখে চালকবিহীন অবস্থায় গাড়িটি রাস্তার ধারে রাখা হয়েছে।
গাড়ির পিছনের অংশটি সম্পূর্ণ এিপল দিয়ে মোড়া ছিলো। ঢাকা সরাতেই তাজ্জব বনে যায় পুলিশ। প্রায় দু’হাজার জিলেটিন স্টিক মালবাহী ট্রাকে করে পাচার করা হচ্ছিলো। দ্রুত পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করে সাঁইথিয়া থানায় নিয়ে আসে।
আরও পড়ুনঃ জঙ্গিপুর সাইবার ক্রাইম বিভাগের তদন্তে ব্ল্যাকমেইলের অভিযোগে রাজস্থান থেকে ধৃত ৩
বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন, বীরভূমের সমস্ত থানা গুলো সজাগ ও সর্তক আছে। সে কারনেই পাচারের আগেই পুলিশ বারবার বিস্ফোরক উদ্ধার করতে পারছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584