নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহে করোনা আক্রান্ত মহিলা রেল আধিকারিককে নিয়ে নাজেহাল হলেন পুলিশ প্রশাসন থেকে পুরসভা। সরকারি নির্দেশের পরোয়া না করে তিনি বাইরে যাবেনই।শুধু তাই নয়, তিনি তার কোয়ার্টারকে কোভিড পজিটিভ বলে চিহ্নিত করণও করতে দেবেন না।
এলাকা বা তার কোয়ার্টার সিল করতেও চরম বিরোধিতা শুরু করেন তিনি। তাকে ঘিরে তুলকালাম কান্ড ঘটে রবিবার বিকালে। বাধ্য হয়ে কিছু না করেই আতঙ্কে একরকম পালিয়েই আসেন পুরকর্মী এবং পুলিশ কর্মীরা। মালদহে রেল কলোনিতে দুদিনে ১০ জনের বেশি আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুনঃ রাতের কলকাতায় মদ্যপদের বচসা থামাতে গিয়ে নিহত সিভিক ভলান্টিয়ার, আটক ৩
এরমধ্যে বহু রেল কর্মী সরকারি নির্দেশ যথাযথ পালন করেছেন। কিন্তু ডিআরএম অফিসে কর্মরত এক মহিলা আধিকারিক কিছুতেই নিয়ম মানবেননা। প্রথমে এলাকার বাসিন্দারা তাকে বোঝালেও লাভ হয়নি। সেখানে পুলিশ কর্মীরা তার কোয়ার্টারে গিয়ে চিহ্নিত করে স্টিকার ও ফিতে লাগাতে গেলে মহিলা একরকম তেড়ে আসেন বলে অভিযোগ।
আরও পড়ুনঃ সুবোধ মল্লিক স্কোয়ারে ফুটপাথ থেকে ৮ মাসের শিশুকে তুলে নিয়ে গিয়ে নৃশংস হত্যা
বাধ্য হয়ে পুলিশ কর্মীরা ফিরে যান। একই আচরণ করেন পুরকর্মীদের সঙ্গেও। তারা মহিলার আচরণে একরকম ভীত সন্ত্রস্ত হয়ে পালিয়ে বাঁচেন। এলাকার কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি সহ বেশ কয়েকজন তাকে বোঝাতে গেলেও তাদের ফিরে আসতে হয়।
একজন রেল আধিকারিকের এহেন আচরণে স্তম্ভিত সকলে। পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তিনি কোভিড পজিটিভ হয়ে এভাবে স্বাস্থ্য বিধি না মেনে ঘুরে বেরালে রেল কলোনির অন্যান্যদের সংক্রমণের সম্ভাবনা রয়েছে। এই নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584