করোনায় আক্রান্ত আদিবাসী, অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন

0
54

মনিরুল হক, কোচবিহারঃ

করোনায় আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা আদিবাসী ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন। গতকাল নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন বিনয়বাবু। তবে তার করোনার কোনও উপসর্গ ছিল না।

tmc leader | newsfront.co
মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন। ফাইল চিত্র

আরও পড়ুনঃ দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছড়িয়ে গেল ১০ লক্ষের গণ্ডি

জানা গিয়েছে, বুধবার তার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হলে সেই রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিজের মাথাভাঙার বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন মন্ত্রী। সম্প্রতি তিনি বিধানসভায় ক্যাবিনেট বৈঠকে যোগ দিতে কলকাতায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর গতকালই তিনি কোচবিহারে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের একটি বৈঠকে যোগ দিয়েছেন। সম্প্রতি যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের বিষয়টি জানিয়ে দিয়েছেন বিনয়বাবু।

তিনি জানিয়েছেন, “আমার কোনও উপসর্গ নেই। তবে করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। হোম আইসোলেশনে রয়েছি। সম্প্রতি যারা আমার সংস্পর্শে এসেছিলেন তাদের বিষয়টি জানিয়ে দিয়েছি।”
করোনা সংক্রমণ শুরুর পর থেকেই রাজ্যে আক্রান্ত হয়েছেন একের পর এক মন্ত্রী। প্রথম করোনা আক্রান্ত হন দমকলমন্ত্রী সুজিত বসু। তার পর একে একে আক্রান্ত হয়েছেন অনেকে। তবে আশার কথা সুস্থ হয়ে উঠেছেন সবাই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here