নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

এবার করোনায় আক্রান্ত হলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। বর্তমানে সাংসদ লোকসভার বিশেষ অধিবেশনে যোগ দেওয়ার জন্য দিল্লিতেই রয়েছেন। জানা গেছে সংসদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য গতকাল তিনি করোনা টেস্ট করান। আজ তার রিপোর্ট পজিটিভ আসে। তিনি বর্তমানে দিল্লির সংসদের নিজস্ব কোয়ার্টারে হোম আইসোলেশনে আছেন বলে জানা গেছে।
আরও পড়ুনঃ রাশিয়ার সর্বত্র ভ্যাকসিন পৌঁছবে সোমবার
এদিকে দিল্লি থেকে সাংসদ সুকান্ত মজুমদার জানান তিনি দিল্লি আসার আগে বালুরঘাট জেলা হাসপাতালে করোনা টেস্ট করিয়ে ছিলেন। সেখানে তার ও তার পিএ -র নেগিটিভ রিপোর্ট আসে। এদিকে দিল্লিতে গতকাল সংসদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য এসে ১২ তারিখ সকালে করোনা টেস্ট করা হয়। গতকাল গভীর রাতে মেসেজের মাধ্যমে তাকে জানানো হয় তিনি করোনা পজিটিভ। যদিও তার শরীরে জ্বর, সর্দি বা অন্য প্রকারের তেমন কোন সিম্পটম নেই। তিনি তার বার্তায় একথা জানিয়ে বলেন এই কয়েকদিন যারা তারা সংস্পর্শে এসেছেন ,তারা নিজেদের সাবধানে রাখুন। পারলে হোম আইসোলেশনে থাকবার চেষ্টা করুন বলে আবেদনে জানান ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584