নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুষ্পা মজুমদারের করোনা পজিটিভ সংক্রমণ ধরা পড়েছে। রবিবার সকালে তাঁর লালা রসের নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে । কাউন্সিলরের করোনা রিপোর্ট পজিটিভ আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
তাঁকে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, পুষ্পাদেবীর ব্যক্তিগত গাড়ির চালক ও ব্যক্তিগত সচিবেরও করোনা পজিটিভ সংক্রমণ ধরা পড়েছে। রবিবার রাতে তাঁদেরও কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে ।
রায়গঞ্জ পুরসভা সূত্রে জানা গেছে , ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে রায়গঞ্জ শহরের ঘড়ি মোড় এলাকায় একটি অনুষ্ঠানে সামিল হয়েছিলেন পুষ্পাদেবী। সেখানে পুরসভার চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, কাউন্সিলর, রায়গঞ্জ থানার আইসি সহ অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। যদিও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পুষ্পাদেবী মাস্ক ও গ্লাভস পরেই অনুষ্ঠানে এসেছিলেন।
আরও পড়ুনঃ রবিবার জেলায় বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা
রবিবার রাত ৮টা নাগাদ পুষ্পা দেবীকে রায়গঞ্জের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমারের লালারসের রিপোর্টও পজিটিভ এসেছে। যদিও সুমিত কুমারের করোনার কোনো উপসর্গ নেই ,তাই আপাতত তিনি হোম আইসোলেশনে রয়েছেন। রবিবার সকালে তিনি লালারস পরীক্ষা করান। রাতে রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584