নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ারে ফের এক সঙ্গে চার জনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই জেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, করোনা আক্রান্ত চার জনই ফালাকাটা ব্লকের বাসিন্দা। আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় ফের নতুন করে চারজনের লালারস পরীক্ষায় করোনা ভাইরাসের অস্তিত্ব মেলায়, প্রচন্ড উদ্বেগ ছড়িয়েছে জেলা জুড়ে।
ঘটনা প্রকাশ্যে আসায় বৃহস্পতিবার ফালাকাটা ব্লকের প্রশাসনিক কর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন আলিপুরদুয়ারের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ কুমার শর্মা। ওই চার আক্রান্তকেই তড়িঘড়ি বাড়ি থেকে তুলে নিয়ে এসে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ মালদহে আরো এক করোনা আক্রান্ত
সরকারি কোয়ারেন্টাইনে রাখা হয়েছে আক্রান্তদের পরিবারের ২৮ জন সদস্যকে। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আপাতত আক্রান্তদের লোকালয় গুলিকে সিল করে দিয়ে কন্টেইমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হবে।
তবে সব থেকে উদ্বেগের বিষয় হ’ল, অসম, কোচবিহার, ময়নাগুড়ি ও দিল্লি থেকে ফেরা ওই চার আক্রান্তকে জটেশ্বরের সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রাখার চোদ্দোদিন পর ছেড়েও দেওয়া হয়েছিল। আচমকাই তাদের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ায় রীতিমতো উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584