নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা পরিস্থিতি মোকাবিলায় কিছুটা হলেও আশার আলো দেখছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। ক্রমশ সুস্থ হয়ে উঠছেন আক্রান্তরা। গত দু’দিন জেলায় নতুন করোনা আক্রান্তের খবর পাওয়া যায়নি। ইতিমধ্যে ৯ জন করোনা জয়ী বাড়ি ফিরেছেন। সুস্থ হয়ে যাঁরা ঘরে ফিরেছেন, তাঁদের মধ্যে চার বছরের শিশু যেমন রয়েছে, তেমনই রয়েছেন ৬০ বছরের এক বৃদ্ধা।
ববিবার রাতে এদের রায়গঞ্জ কোভিড হাসপাতালে থেকে ছুটি দেওয়া হয়েছে। ওই শিশুটির মাও করোনা আক্রান্ত হয়েছিলেন। মায়ের সঙ্গে শিশুটিও সুস্থ হয়ে উঠেছে। পাশাপাশি, সুস্থদের মধ্যে রয়েছেন জেলা পুলিশ লাইনের কনস্টেবল, আশাকর্মী, ভিন রাজ্য ফেরত এক শ্রমিক।
আরও পড়ুনঃ আজ থেকে খুলে গেল শিলিগুড়ির রেগুলেটেড মার্কেট
কোভিড হাসপাতালের সুপার দিলীপ কুমার গুপ্তা বলেন, ‘৬০ বছরের এক বৃদ্ধার কোভিড পজিটিভ ছিল। তার বাইপাস সার্জারি হয়েছিল। ডায়াবেটিস ছিল। ওই কোভিড পজেটিভ রোগীর ইমিউনিটি খুব কম ছিল। কিন্তু মনের অসীম জোরে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ফার্মাসিস্টদের অক্লান্ত পরিশ্রমে তিনি সুস্থ হয়ে উঠেছেন।’
এই নিয়ে মোট ২২৩ জনকে সুস্থ করে বাড়ি ফেরানো হল। কোভিড হাসপাতালের চিকিৎসকদের বক্তব্য, ‘প্যারাসিটামল, এজিথ্রোমাইসিন সহ আইসিএমআরের গাইডলাইন মেনে ন্যূনতম ওষুধে চিকিৎসা হয়েছে। তাতেই ফল মিলেছে। এই ৯ জনকে বাড়িতে আরও ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584