নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
জেলাজুড়ে করোনার সংক্রমণ নিয়ে যখন প্রশাসন মুখে কুলুপ এঁটেছে, সেসময় করোনা মুক্ত হয়ে দু’জনের বাড়ি ফেরার কথা ফোন করে নিজে থেকেই জানালেন জেলার এক স্বাস্থ্যকর্তা। রবিবার বিকালে ফুলের তোড়া, সার্টিফিকেট ও হাততালি দিয়ে তাদের স্বাগত জানালেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান।
এদিন করোনা জয়ী ওই দু’জনকে হাসপাতাল থেকে ছেড়ে দিল উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্যদফতর। রবিবার তাদের হাতে সার্টিফিকেট ও ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানালেন রায়গঞ্জ কোভিড হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য দফতরের কর্তারা।
আরও পড়ুনঃ সোমবার থেকে মুম্বাইয়ে চালু হচ্ছে বিমান পরিষেবা
এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ তাদের হাসপাতাল থেকে ছাড়া হয়। জানা গিয়েছে, করোনা জয়ী দু’জন ইসলামপুর মহকুমার চোপড়া এবং চাকুলিয়ার বাসিন্দা।
সিএমওএইচ জানিয়েছেন, করোনা যুদ্ধে যে সমস্ত নার্স-স্বাস্থ্যকর্মী, চিকিৎসক দিনরাত লড়ে যাচ্ছেন তাদেরও লালার নমুনা পরীক্ষা করা হয়েছিল। রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে এই মুহূর্তে নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক প্রত্যেকেই করোনামুক্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584