উত্তরবঙ্গে করোনা ক্ষমতা হারাচ্ছে, দাবি বিশেষজ্ঞের

0
117

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

উত্তরবঙ্গের সব জেলায় উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যাই বেশি। সেকারণে বোঝা যাচ্ছে, করোনা ভাইরাসের ক্ষমতা ধীরে ধীরে হারাচ্ছে। তাই আতঙ্কের কোনও কারণ নেই।

Meeting | newsfront.co
নিজস্ব চিত্র

শুক্রবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে করোনা নিয়ে রিভিউ বৈঠক করতে এসে এমন কথাই জানালেন কোভিড ১৯ অফিসার অন স্পেশাল ডিউটি সুশান্ত রায়। শুক্রবার কর্নজোড়ার জেলাশাসক কার্যালয়ের বিবেকানন্দ মিটিং হলে করোনা নিয়ে রিভিউ বৈঠকে যোগ দিতে রায়গঞ্জে এসেছিলেন স্বাস্থ্য আধিকারিক সুশান্ত রায়।

বৈঠকে জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, পুলিশ সুপার সুমিত কুমার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান, ইটাহারের বিধায়ক তথা রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অমল আচার্য, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সহ ইসলামপুর, কালিয়াগঞ্জ ও ডালখোলা পুরসভার তিন প্রশাসক উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ সংস্কৃতিতে এগিয়ে বাংলা, গুহ-র টুইটে ক্ষুব্ধ রুপানি

এছাড়াও জেলার আধিকারিকরাও উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে। কোভিড ১৯ অফিসার অন স্পেশাল ডিউটি সুশান্তবাবু বলেন, ‘উত্তরবঙ্গে উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যাই বেশি দেখা গিয়েছে। ১০ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে ৯৯৫ জন করোনা আক্রান্ত রোগী ছিলেন। তাদের মধ্যে তিন চারজন বাদে কারোরই কোনও উপসর্গ নেই।

ফলে করোনা ধীরে ধীরে তার ক্ষমতা হারাচ্ছে’। তিনি জানান, করোনা নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। এদিকে আগামী ১৫ তারিখের মধ্যে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে আরটি-পিসিআর মেশিনের সাহায্যে করোনা পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন সুশান্ত বাবু।

এছাড়াও কোভিড হাসপাতালগুলিতে রোগীদের মানসিক চাপ কমানোর জন্য টেলিভিশন ও মনোরোগ বিশেষজ্ঞদের নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here