শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
ফের করোনা আক্রান্ত শাসক দলের বিধায়ক। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন চোপড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক রুকবানুর রহমান। কলকাতার ইএম বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে স্থিতিশীল রয়েছেন বিধায়ক।
জানা গিয়েছে, নিজের কেন্দ্র চোপড়াতেই ছিলেন রুকবানুর। কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হয়েছিলেন তিনি। তার সঙ্গে পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা করে জানা যায় কিডনিতে পাথর হয়েছে তার। তার অস্ত্রোপচারের জন্যই করোনা পরীক্ষা হয়েছিল। শনিবার রিপোর্টে পজিটিভ আসে ।
আরও পড়ুনঃ বাঙুরের টিকিটে নেগেটিভ, স্বাস্থ্য দফতরের রিপোর্টে পজিটিভ, বিপাকে বৃদ্ধ রোগী
সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস বিধায়ককে হাসপাতালের কোভিড ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। প্রসঙ্গত, কয়েক দিন আগেই করোনা আক্রান্ত হয়ে মারা যান পানিহাটি পুরসভার প্রশাসক স্বপন ঘোষ। এছাড়াও একাধিক তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যুও হয়েছে বিধায়ক থেকে কাউন্সিলরের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584