দলগাঁওয়ে কর্মীদের করোনা নিয়ে শিবির,ফালাকাটা ব্লক স্বাস্থ্য দফতরের

0
46

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

দলগাঁও চা বাগানে ফালাকাটা ব্লক স্বাস্থ্য দফতরের তরফে শুক্রবার করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে কী করণীয়, তা নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এদিন স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি-সহ সংশ্লিষ্ট চা বাগানের শ্রমিকদের করোনা মোকাবিলা কী ভাবে করা যায়, তা বিস্তারিত এই শিবিরে আলোচনা হয়।

awareness camp | newsfront.co
সচেতনতা শিবির। নিজস্ব চিত্র

হ্যাণ্ড স্যানিটাইজার দিয়ে বা সাবান দিয়ে কী ভাবে হাত ধুতে হবে, সেটিও দেখানো হয়। এদিন এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন, ফালাকাটা ব্লক বিএমওএইচ ডাঃ পার্থ সারথি কয়েল ও দলগাঁও গ্রাম পঞ্চায়েত প্রধান আনন্দ খারিয়া প্রমুখ।

আরও পড়ুনঃ পথ চলতি মানুষদের মাস্ক বিলি মেয়রের

এদিন ফালাকাটা ব্লক বিএমওএইচ ডাঃ পার্থ সারথি কয়েল বলেন, “করোনা ভাইরাস নিয়ে অযথা আতংকিত হবেন না। কিছু সাবধানতা অবলম্বন করলে এই ভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে। জ্বর,সর্দি,কাশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। বারবার হাত ধুতে হবে।প্রয়োজন ছাড়া জনবহুল এলাকা এড়িয়ে চলাই ভালো।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here