ফালাকাটায় টোটো চালকদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা প্রচার আইএনটিটিইউসি-র

0
68

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

হু হু করে করোনার সংক্রমণ বেড়েই চলেছে ফালাকাটায়। এই পরিস্থিতিতে টোটো চালকদের সতর্ক করতে এগিয়ে আসল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। সোমবার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন চালকদের নানা বিধি নিষেধ মেনে টোটো চালানোর নির্দেশ দিয়েছে।

Toto driver | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন আইএনটিটিইউসির ফালাকাটা ব্লক সভাপতি অশোক সাহা বলেন,” ফালাকাটায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে। এজন্য টোটোচালকদের বলা হয়েছে এখন থেকে টোটোতে দু’জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। প্রত্যেক চালককে মাস্ক অবশ্যই পরতে হবে। সাথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।”

আরও পড়ুনঃ দীঘার সমুদ্রে পাওয়া গেল মরশুমের প্রথম ইলিশ

জানা গেছে, যাত্রীদের মুখেও যাতে মাস্ক থাকে সেদিকেও চালকদের খেয়াল রাখতে হবে। চালকরা যাত্রীদের হাতে হ্যান্ড স্যানিটাইজার দেবেন। সবার সুরক্ষার জন্যই এইসব বিধি নিষেধ মেনে চলতে হবে। কোনও টোটো চালক যদি এসব শর্ত উপেক্ষা করেন, তাহলে প্রশাসন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিলে সংগঠন এর দায় নেবে না। যদিও এই ঘোষনার পর এদিন অবশ্য বেশ কিছু টোটোতে দুজন করে যাত্রী পরিবহণ করতে দেখা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here