নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
“তুমি বাঁচলে, বাঁচবে দেশ, বাড়িতে থেকো,এটাই বেশ”। স্ট্রিট পেইন্টিং-এর মাধ্যমে করোনা নিয়ে শহরবাসীকে সচেতন করতে এই বার্তাই ছড়িয়ে দিল রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংস্থা ‘ফিড দ্য নিড’।
রায়গঞ্জ পুর বাসস্ট্যান্ডের সামনের রাস্তায় ছবি এঁকে সচেতনতার বার্তা দেন এই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা৷ দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দেশে। লকডাউনের দ্বিতীয় দফা চললেও বহু মানুষ প্রশাসনিক নির্দেশিকা অমান্য করেই রাস্তায় বের হচ্ছেন। প্রশাসন সতর্ক করার চেষ্টা চালালেও মানছেন না অধিকাংশই।
আরও পড়ুনঃ লকডাউনে দুঃস্থদের পাশে দাঁড়াল চুঁচুড়ার এক পূজো কমিটি
এই বিষয়টিকে মাথায় রেখেই রায়গঞ্জের একদল যুবক রাস্তায় ছবি এঁকে সতর্কতামূলক প্রচার চালায়। তাদের কথায়, এই ছবির মাধ্যমে মানুষ কিছুটা হলেও যদি সচেতন হয় তবেই এই প্রয়াস সার্থক হবে। রায়গঞ্জের বিভিন্ন রাস্তায় ছবি এঁকে এমনই বার্তা দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584