সায়নিকা সরকার, মালদহঃ
করোনা সচেতনতায় পুলিশ প্রশাসনের উদ্যোগে র্যালি করা হলো মালদহ শহরে। এ র্যালিতে অংশ নিয়েছিলেন মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের সদস্যরাও। শনিবার বিকালে মালদহ শহরের ফোয়ারা মোড় থেকে শুরু হয় করোনা সচেতনতামূলক এই র্যালি।

গোটা শহর পরিক্রমা করে র্যালিটি শেষ হয় রথবাড়ি সংলগ্ন মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের অফিস এলাকায়। এরপর ব্যবসায়ী সংগঠনের সদস্যদের নিয়ে পুলিশ ও প্রশাসনের কর্তারা একটি বৈঠক করে। এদিনের র্যালিতে হেঁটেছেন মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া, ডিএসপি প্রশান্ত দেবনাথ সহ পুলিশ আধিকারিকরা। তাদের সঙ্গে ছিলেন সিভিক ভলেন্টিয়ারেরাও।
আরও পড়ুনঃ স্পেশাল ট্রেনে বাড়ি ফিরলেন বীরভূমের শ্রমিকরা
এছাড়াও মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে র্যালিতে উপস্থিত হয়েছিলেন সংগঠনের সম্পাদক জয়ন্ত কুন্ডু, যুগ্ম সম্পাদক উত্তম বসাক সহ অন্যান্য সদস্যরা। পরে পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, মানুষের সুবিধার জন্য সরকার আংশিক সময়ের জন্য নিত্যপ্রয়োজনীয় দোকানপাট খোলার নির্দেশ দিয়েছে।
কিন্তু সমদূরত্ব বজায় রেখে এবং প্রত্যেককে সচেতন হয়েই কেনাকাটা করতে হবে। এক্ষেত্রে ক্রেতাদের পাশাপাশি বিক্রেতাদেরও সজাগ থাকতে হবে। করোনা পরিস্থিতির দিকে লক্ষ্য রেখেই এদিন সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়েছিল। এবিষয়ে ব্যবসায়ীদের নিয়ে একটি সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584