আবাসনে করোনার থাবা, সিল করা হল সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের বাড়ি

0
57

ওয়েব ডেস্ক, মুম্বাইঃ

করোনার কবলে গোটা বিশ্ব। অন্যান্য দেশের মতো ভারতেও ক্রমশ বাড়ছে সংক্রমিত ও মৃতের সংখ্যা। একইসঙ্গে আবার বাড়ছে সুস্থতার হারও। করোনা আতঙ্ক কেটেও যেন কাটছে না। মহারাষ্ট্র তথা মুম্বই জুড়ে করোনার দাপট অব্যাহত।

Lata Mangeshkar | newsfront.co
লতা মঙ্গেশকর

এবার সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের আবাসনে থাবা বসালো করোনা ভাইরাস। তার জেরে গতকাল, শনিবার বাড়িটি সিল করে দিয়েছে বৃহন্মুম্বই পুরসভা। জানা গিয়েছে, দক্ষিণ মুম্ফইয়ের চাম্বালা হিলস এলাকায় পেডার রোডের ‘প্রভুকুঞ্জ’ নামক এই আবাসনেই থাকেন কিংবদন্তী। ওই আবাসনেই পাঁচ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। তবে, শিল্পী ও তাঁর পরিবার সুস্থই রয়েছেন।

আরও পড়ুনঃ সংক্রমণের রেকর্ড! ২৪ ঘণ্টায় ৭৮,৭৬১ জন নতুন করে করোনা আক্রান্ত

মঙ্গেশকর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমাদের পরিবারের সদস্যরা বেশিরভাগই সিনিয়র সিটিজেন। তাই করোনা মোকাবিলায় সাবধানতার জন্যই বাড়ি সিল করা হয়েছে।” পাশাপাশি শিল্পীর পরিবারের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয়েছে যে, এই নিয়ে যেন কেউ কোনওরকম গুজব না রটান বা যদি এই ধরনের গুজব রটে তাহলে কেউ যেন সেই গুজবে কান না দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here