আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল দক্ষিণ দিনাজপুরে

0
36

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

ঘাতক কোভিডের হানায় দক্ষিণ দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা এবার হাজারের ঘর ছাড়াল।একদিন যে জেলা ছিল গ্রীন জোনে সেই জেলায় অতিমারি রোগে আক্রান্ত হয়ে হাজারের সংখ্যাটা ছাড়ানোটা উদ্বেগের বিষয় বলে মনে করছে জেলার সাধারণ মানুষ।

covid hospital | newsfront.co
নিজস্ব চিত্র

রবিবার জেলায় নতুন করে ২৮ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এদিনের মোট ২৮ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০ জন। এদিকে আক্রান্তদের জন্য নতুন কোভিড হসপিটাল খোলা নিয়ে কলকাতার উচ্চ আদালতে আজ মামলার শুনানির দিকেই জেলা প্রশাসন তাকিয়ে রয়েছে।

আরও পড়ুনঃ করোনার ভয়ে অবহেলা সকলের, বাড়িতে ৬ ঘণ্টা সংজ্ঞাহীন পড়ে থেকে মৃত্যু বৃদ্ধার

অপরদিকে গতকাল রাতে মালদা মেডিকেল কলেজের ভিআরডিএলে পাঠানো রিপোর্ট এলে দেখা যায় জেলায় নতুন করে ২৮ জনের রিপোর্ট পজিটিভ। বালুরঘাটের ২ জন, তপনের খিরহাট্টা এলাকার ১ জন, কুমারগঞ্জ ব্লকের পূর্ব ভৌর গ্রামের ৩ জন, মামুদপুর ডাঙ্গারহাটের ২ জন ও সাফানগর এলাকার ১ জন আক্রান্ত হয়েছেন ।এদের লালা রস ২৫ জুলাই সংগ্রহ করে পরীক্ষার জন্য মালদা মেডিকেল কলেজের ভিআরডিএলে পাঠানো হয়েছিল বলে জেলা স্বাস্থ্য দফতর সুত্রে জানা গেছে।

এরা সবাই যেমন উপসর্গহীন ছিল বলে যেমন জানা গেছে,তেমনি এদের পূর্বের কোন ভ্রমণ বৃতান্ত নেই বলেও জেলা স্বাস্থ্য দফতর খোজ নিয়ে জেনেছে।অন্যদিকে আজকের নতুন ২৮ জন আক্রান্তের ২ জনের মধ্যে বালুরঘাট শহরের বঙ্গি ও চকভৃগু এলাকার ১ জন করে রয়েছেন। পাশাপাশি কুশুমণ্ডি ব্লকের মানিকোর, কুশুমণ্ডি ও রামচন্দ্রপুর এলাকার ১ জন করে।

আরও পড়ুনঃ ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও উদ্বেগে রায়গঞ্জ

বংশীহারি ব্লকের বুনিয়াদপুর এলাকার ১জন ও মোহাম্মদপুর দৌলতপুর এলাকার ৮ জন। হরিরামপুরের দানোগ্রামের ১ জন, গঙ্গারামপুর ব্লকের জয়পুর নীলডাঙার ৫ জন ও রতনপুর এলাকার ১ জন সংক্রমিত হয়েছেন বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানাগেছে ।

তবে আক্রান্তের ঘর হাজারের সংখ্যা ছাড়ালেও সুস্থতার হারও কিন্তু কম নয় জেলায়। এদিন ও ৮৫ জনের ছুটি হয়েছে। সবমিলিয়ে ৬৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।যদিও জেলা স্বাস্থ্য দফতরের তরফে এই নিয়ে কোন মন্তব্য করা হয়নি।আক্রান্তদের সেফ হোম ও কোভিড হাসপাতালে নিয়ে আসার কাজ চলছে বলে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here