নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
গাজোলের বিধায়ক সহ গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক করোনা সংক্রমণ ধরা পড়েছে মালদহ জেলায়। যা সাম্প্রতিক কালে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানা গিয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় মোট ১২৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২৫ জনের পজিটিভ ধরা পড়েছে রতুয়া ২ নম্বর ব্লকে।
চাঁচোল ১ নম্বর ব্লকে ২০ জন, গাজোল ও পুরাতন মালদহ ব্লকে ১৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। পুরাতন মালদহ পুর এলাকায় ১৭ জন ও গ্রামীণ এলাকায় ১ জনের সংক্রমণ ধরা পড়েছে। ইংরেজবাজার পুরসভা এলাকায় ১৩ জন সংক্রমিত হয়েছেন।
আরও পড়ুনঃ প্রয়াত মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবাজীরাও পাটিল
বামনগোলা ব্লকে ১৩ জন, কালিয়াচক ১ ও ৩ নম্বর ব্লকে ৬ জন করে, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে ৪ জন, হরিশ্চন্দ্রপুর ২, চাঁচোল ২ ও কালিয়াচক ২ নম্বর ব্লকে ১ জন করে সংক্রমিত হয়েছেন।
যদিও ১ জন সংক্রমিতের ঠিকানা এখন ও স্পষ্ট করে জানা যায়নি। জেলায় সংক্রমিতদের মধ্যে গাজোলের বিধায়ক দিপালী বিশ্বাস ও তার স্বামী রয়েছেন। মোট জেলায় এখনও পর্যন্ত করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৬৩ জনে । এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭০০-রও বেশি সংক্রমিত ব্যক্তি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584