নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার থেকে শনিবার রাত পর্যন্ত মোট ৩১ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলাশাসক রাজর্ষি মিত্র জানান, ‘শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ৩১ জনের লালারসে করোনা সংক্রমণ ধরা পড়েছে৷ আক্রান্তদের প্রত্যেকের চিকিৎসা শুরু হয়েছে৷’

অন্যদিকে জেলার সভাধিপতি গৌর চন্দ্র মণ্ডল বলেন, ‘শুক্র ও শনিবার মিলিয়ে পর্যন্ত জেলায় মোট ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ এরা সবাই পরিযায়ী শ্রমিক৷ এদের মধ্যে কুড়ি জন ইংরেজবাজার ব্লকের বাসিন্দা৷
এছাড়াও কালিয়াচক ১ নম্বর ব্লকের ৬ জন, কালিয়াচক ২ নম্বর ব্লকের দু’জন জন, চাঁচল ২ নম্বর ব্লকের দু’জন এবং মানিকচক ব্লকের একজন কোরোনা আক্রান্ত হয়েছেন৷ এই মুহূর্তে জেলায় কোরোনা সংক্রমণের শীর্ষে রয়েছে ইংরেজবাজার ও মানিকচক ব্লক এলাকা৷ দুই ব্লকেই ২৩ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।’
আরও পড়ুনঃ আমপানে ভেঙে পড়া গাছ কাটতে গিয়ে মৃত্যু ফল ব্যবসায়ীর
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মালদহ জেলার প্রায় একলক্ষ পরিযায়ী শ্রমিক বর্তমানে জেলায় ফিরে এসেছেন। প্রয়োজনে তাদের লালারসের নমুনা পরীক্ষা করা হবে। তবে করোনা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই বলে নিশ্চিন্ত করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584