শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
ফের ২৪ ঘন্টায় ১২৪ জন নতুন করোনা সংক্রমণ চিহ্নিত হল রাজ্যে। মৃত্যু হল আরও ৫ জনের। অন্যদিকে, ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ২৭ জন। সোমবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে এমনটাই জানা গিয়েছে। আরও দেখা গিয়েছে, আক্রান্তের সংখ্যা ১০০২ ছুঁয়েছে কলকাতা।
প্রকাশিত বুলেটিন সূত্রে খবর, নতুন ১২৪ জনের করোনা চিহ্নিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ২০৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫ জন। ফলে রাজ্যে মোট করোনায় মৃত্যু দাঁড়াল ১১৮ জন। অন্যদিকে করোনা শরীরে থাকাকালীন আরও ৭২ জনের মৃত্যুর হিসেব ধরলে মোট মৃত্যু ১৯০ জনের। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯৯ জন। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১৩৭৪ জন।
বুলেটিনে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৪২০১ জনের। সব মিলিয়ে রাজ্যের ১৭ টি মোট করোনা টেস্টের সংখ্যা ৪৭৬১৫ জনের। রাজ্যের ৬৮টি করোনা হাসপাতালে মোট ৮৫৭০টি বেড আছে, আইসিইউ পরিষেবা রয়েছে ৯০৭ জনের। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। সরকারি কোয়ারেন্টাইনে এখন রয়েছেন ৬৬৮৯ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২৩২৯৬ জন।
আরও পড়ুনঃ সবচেয়ে বিপজ্জনক তিন জেলার দৈনিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ নজরদারি দল
এছাড়া এদিনের বুলেটিনে জানানো হয়েছে, কলকাতায় আক্রান্তের সংখ্যা ১০০২ জন। গত ২৪ ঘন্টায় ৫৪ জনের সংক্রমণ বেড়েছে কলকাতায়। আর কলকাতাতেই মৃত্যু হয়েছে আরও ৩ জনের। তারপরেই হাওড়ায় সংক্রমণ ৪৪০ জনের, সংক্রমণ বেড়েছে ২৩ জনের। তারপরে উত্তর ২৪ পরগনায় সংক্রমণ ২৭৩ জনের, সংক্রমণ বেড়েছে ২২ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত্যুও হয়েছে ২ জনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584